Wednesday, November 5, 2025

দ্বিপাক্ষিক সম্পর্কে জোর! ব্রিটেন সফরে বাইডেন, রাজা তৃতীয় চার্লস-সুনকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা  

Date:

Share post:

আগামী সপ্তাহেই ইংল্যান্ড (England) সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। হোয়াইট হাউসের (White House) তরফে বিবৃতি প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতেই বাইডেনের এই সফর বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই সফরে রাজ্যাভিষেকের পর এই প্রথমবার রাজা তৃতীয় চার্লসের (King Charles iii) সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গেও একান্ত আলাপচারিতায় বসার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। কয়েকদিন আগেই মার্কিন সফরে গিয়েছিলেন ঋষি সুনক। আর তারপর এবার ইংল্যান্ড সফরে মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, আগামী ৯ জুলাই ব্রিটেনে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট।

এরপর আগামী ১০ জুলাই রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জো বাইডেন। কিন্তু সেই অনুষ্ঠানে বিশেষ কারণে আসতে পারেননি তিনি। তবে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন অবশ্য সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাই রাজা হওয়ার পর এই প্রথমবার ব্রিটিশ সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করতে চলেছেন মার্কিন রাষ্ট্রপ্রধান। এদিকে রাজার সঙ্গে দেখা করার পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনকের সঙ্গে বৈঠক করবেন বাইডেন।

চলতি বছরের শুরুর দিকেই হোয়াইট হাউসে বৈঠকে বসেন বাইডেন ও সুনক। সেই বৈঠকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা-অসুবিধা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। তবে ব্রিটেন সফরে দুই নেতার মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও স্পষ্ট নয়।

 

 

spot_img

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...