ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানোর দাবি করেছিলেন। কিন্তু তাঁর সেই দাবি, আজ সোমবার পত্রপাট খারিজ করে দিল হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নওশাদের আবেদন খারিজ করে দেন।

প্রশ্ন প্রধান বিচারপতির প্রশ্ন, কেন দফার আবেদন? নওশাদ সিদ্দিকির আবেদন ছিল নির্বাচনের দফা বাড়ানো হোক। যে বাহিনী আসছে তাতে এক দফায় ভোট করানো সম্ভব নয়। এক দফায় ভোট করানোর যে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন দিয়েছিল তা বাতিল করা হোক।

ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, আদালত অবমাননার মামলা চলছে। সেখানে গোটা বিষয়টাই রয়েছে। তাহলে নতুন করে কেন আবার আবেদন করা হচ্ছে। আদালত অবমাননা মামলার শুনানি হবে। আইএসএফ বিধায়কের মামলা খারিজ করা হল।
