পঞ্চায়েত ভোটে অতি ‘সক্রিয়’ রাজ্যপাল সিভি আনন্দ বোস। মনোনয়ন পর্বে অশান্তির পর, ভাঙড় ও ক্যানিংয়ে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এরপর দু’দিনের উত্তরবঙ্গে সফরে কোচবিহার যান সিভি আনন্দ বোস। বাদ দেননি দিনহাটাও। কলকাতা ফেরেন কিন্তু রাজভবন নয়, শিয়ালদহ স্টেশন থেকেই বাসন্তীদের উদ্দেশ্য রওনা দেন রাজ্যপাল। কেন তাঁর এই সক্রিয়তা? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

পঞ্চায়েত ভোটের মুখে ‘সার্কিট হাউসে কীভাবে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক’? স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নালিশ জানিয়ে এবার নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল।

নিয়ম বহির্ভূত কাজ করছেন সাংবিধানিক প্রধান রাজ্যপাল। এমনই অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। রাজ্যের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে কমিশনে।
একাধিকবার রাজ্যের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেছেন সি ভি আনন্দ বোস। একইভাবে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে শাসকদলের নেতা, কেউই পালটা আক্রমণ করতে ছাড়েননি। পঞ্চায়েত ভোট নিয়ে কমিশনকেও নিশানা করেছেন রাজ্যপাল। এসবের মাঝেই এবার রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে চিঠি দিল তৃণমূল। সেখানেই রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ করা হয়েছে, নিয়ম বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে সন্ত্রাস কবলিত এলাকায় যাচ্ছেন। যদিও এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।
