Saturday, August 23, 2025

এবার রাজ্যসভার ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরেও তার উত্তাপের আঁচ থেকে গিয়েছে এবং আগামী কয়েকদিনও থাকবে। তবে এরই মাঝে আরও এক ভোটের প্রস্তুতি শুরু হল বাংলায়। আগামী ২৪ জুলাই রাজ্যে রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। পঞ্চায়েত ভোটের ব্যস্ততার কারণে এই নির্বাচনের প্রস্তুতি নিতে পারেনি তৃণমূল। তাই এবার তারা নিজেদের মতো করে কাজ শুরু করে দিল। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পর্ব।

রবিবার সকাল ১১-৩০ মিঃ থেকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও ডেপুটি চিফ হুইপ তাপস রায়ের তত্ত্বাবধানে তৃণমূল বিধায়করা প্রস্তাবক হিসেবে সই করে গেলেন। দল এখনও রাজ্যসভার জন্য প্রার্থী-তালিকা ঘোষণা করেনি। যে কোনও মুহূর্তেই ঘোষণা হতে পারে। ১৩ জুলাই রাজ্যসভার জন্য মনোনয়নের শেষ দিন। তৃণমূল শীর্ষ নেতৃত্ব প্রার্থী ঘোষণা করলে যাতে অসুবিধা না হয় তাই এই প্রস্তুতি সেরে রাখা। নিয়মমতো একজন প্রার্থীর জন্য ১০ জন প্রস্তাবক হিসেবে সই করেন। স্বাভাবিকভাবেই একাধিক দলীয় প্রার্থীর জন্য প্রস্তাবক হিসেবে অনেক সই লাগবে। তাই পঞ্চায়েত ভোটের পরদিন রবিবার ছুটি থাকলেও বিধায়কদের আনাগোনায় সরগরম বিধানসভা।

পশ্চিমবঙ্গে সাতটি রাজ্যসভা আসনে ভোট হবে। ছ’জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হয়েছে। সেই কারণে ওই আসনগুলিতে নির্বাচন হচ্ছে। এদিকে তৃণমূলের টিকিটে নির্বাচিত লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ায় সপ্তম আসনে হতে চলেছে উপনির্বাচন। ২০২১ সালে তৃণমূলের অর্পিতা ঘোষ ইস্তফা দেওয়ায় তাঁর আসনে উপনির্বাচনে জিতেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার তিনিও না থাকায় আবার উপনির্বাচন।

 

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...