Sunday, November 9, 2025

ব্যালটে হেরে হিং.সা ছড়ানোর চেষ্টা বিরোধীদের! গত ২৪ ঘণ্টায় ম.র্মান্তিক পরিণতি কমপক্ষে ৭ জনের 

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে বেড়ে চলেছে মৃত্যু মিছিল। মঙ্গলবার ফলাফল ঘোষণার পরপরই বিরোধীদের লাগাতার আক্রমণে প্রাণ যাচ্ছে একাধিক তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের। ব্যালটে হেরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই হিংসার খবর সামনে আসছে। মঙ্গলবারই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে (Raidighi) এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। রায়দিঘির চাঁদপাশা এলাকায় পুকুরের পাড় থেকে উদ্ধার হয় ওই তৃণমূল কর্মীর দেহ। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। জানা গিয়েছে, নিহত তৃণমূল কর্মীর নাম বিপ্লব হালদার। সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এলাকায় খোঁজ চালিয়েও লাভের লাভ কিছুই হয়নি। সকালে স্থানীয়দের নজরে পড়ে দেহ।

অন্যদিকে, নন্দীগ্রামের ভেকুটিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মীদের উপরে হামলা চালায় বিজেপি। বর্তমানে আহতরা নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া বুধবার মালদহে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনায় ব্য়াপক উত্তেজনা ছড়িয়েছে মালদহের চাঁচল দুই নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের পরাণপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম শেখ মফিজউদ্দিন।

তবে শুধু তৃণমূলই নয়, ভোট সন্ত্রাসের বলি হয়েছে বিরোধী দলের নেতা কর্মীরাও। জানা গিয়েছে বুধবার দুপুরে মালদহের রতুয়ায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। তবে কে বা কারা তাঁকে খুন করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বুধবারই সাগরদিঘির বাসিন্দা এক কংগ্রেস কর্মীর মৃত্যু হল কলকাতার এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এখানেই শেষ নয়, মঙ্গলবার রাতে ভাঙড়ে পুলিশের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর! ভোটগণনার রাতে গুলিবিদ্ধ হন অতিরিক্ত পুলিশ সুপারও। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে অশান্তি বাঁধে ভাঙড়ের ভোগালির কাঁঠালিয়া এলাকায়। পড়তে থাকে মুহুর্মুহু বোমা। আইএসএফ-তৃণমূল সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। অভিযোগ, পুলিশের গুলিতেই মৃ্ত্যু হয়েছে তিন জনের! যাঁরা প্রত্যেকেই আইএসএফ সমর্থক বলেই জানা গিয়েছে। অন্যদিকে, ভাঙড়ের রাস্তায় রাস্তায় এখনও পড়ে রয়েছে তাজা বোমা। বুধবার সকাল থেকে ভাঙড়ে ১০টি বোমা উদ্ধার হয়েছে বলে খবর।

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...