Friday, August 22, 2025

‘অশ্বিন দুরন্ত ছন্দে রয়েছে’, ক‍্যারিবিয়ানদের হারিয়ে বললেন ভারত অধিনায়ক

Date:

Share post:

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় পায় ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের এক ইনিংস এবং ১৪১ রানে হারায়। রোহিত শর্মার দল। সৌজন্যে রবীচন্দ্রন অশ্বিন। একাই দুই ইনিংসে নিলেন ১২ উইকেট। সিরিজে ১-০ এগিয়ে যার টিম ইন্ডিয়া। আর এই ম‍্যাচ জিতে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। কৃতিত্ব দিলেন বোলারদের।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,”আমি বলব, আমাদের বোলিং দুর্দান্ত ছিল। ওদের ১৫০ রানে আউট করে দেওয়াটাই আসলে আমাদের বড় সুবিধে করে দেয়। এই উইকেটে আমরা জানতাম ব্যাটিং কিছুটা কঠিন হবে। তবে আমরা আসল কাজটা করেছি। আমরা বেশ ভালো বোলিং করেছি। এই পিচে আমরা একবারই ব্যাট করতে চেয়েছিলাম। তার জন্য লম্বা ইনিংস খেলতে চেয়েছিলাম। সেই মতো ৪০০ রানের বেশি করেছি। তার পর আমরা আবার ভালো বোলিং করেছি।”

এরপরই রোহিত বলেন,” যখন এই পিচে বল করার জন্য অশ্বিন, জাদেজার মতো অভিজ্ঞ বোলার থাকে, তখন সেটা প্লাস পয়েন্ট হয়। অশ্বিন এবং জাদেজা দু’জনেই দুর্দান্ত ছন্দে ছিল। বিশেষ করে অশ্বিন। এভাবে বোলিং করাটা ওর মানের পরিচয় দেয়।”

এদিকে অভিষেক টেস্টে দুরন্ত পারফরম্যান্স করেন যশস্বী জসওয়াল। করেন ১৭১ রান। ম‍্যাচের সেরাও হন তিনি। যশস্বীরও প্রশংসা করেন ভারত অধিনায়ক। তিনি বলেন,” যশস্বীর যে প্রতিভা আছে, এটা আমরা আগে থেকেই জানতাম। ও গত কয়েক বছরে দেখিয়ে দিয়েছে যে, ও এই বড় মঞ্চে খেলার জন্য প্রস্তুত। ও নিজের ধৈর্যের পরিচয় দিয়েছে। ওর মেজাজও পরীক্ষা করা হয়েছিল। আমাকে শুধু ওকে মনে করিয়ে দিতে হয়েছিল, এটা তোমার জায়গা। আমার কাজ ছিল ওর আত্মবিশ্বাস বাড়ানো। সেটুকু আমি করেছি। ওকে বলেছি, ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু খেলা উপভোগ করতে। আর সেটা যদি করা যায়, তবে ফলাফলও আসবে।”

আরও পড়ুন:উইম্বলডন ফাইনালে জোকোভিচ, ফেডেরার নজিরের সামনে জোকার

 

spot_img

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...