Saturday, January 10, 2026

মোহনবাগানরত্ন পাচ্ছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার

Date:

Share post:

‘মোহনবাগানরত্ন ২০২৩’ পাচ্ছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। এদিন ছিল মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির সভা। সেখানেই ঠিক হয় এবার মোহনবাগানরত্ন পাচ্ছেন গৌতম সরকার। মোহনবাগান ক্লাবের ইতিহাসে এই প্রথমবার কলকাতার বাইরে হল এক্সিকিউটিভ কমিটির বৈঠক। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে অনুষ্ঠিত হয় ক্লাবের কর্মসমিতির বৈঠক। পাশাপাশি পি সেন ট্রফি চ্যাম্পিয়ন হওয়া মোহনবাগান ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয় মন্দারমণিতে।

দীর্ঘদিন সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে সুনামের সঙ্গে খেলেছেন গৌতম সরকার। তবে শুধুমাত্র মোহনবাগানের হয়ে নয়, বাংলা দল, ইস্টবেঙ্গল এবং জাতীয় দলের হয়েও নিয়মিত খেলেছেন তিনি। তাই প্রাক্তন এই ফুটবলারকেই এবার মোহনবাগানরত্ন হিসাবে বেছে নিলেন বাগান কর্তারা। এবার ২৯ শে জুলাই এর পরিবর্তে মোহনবাগানরত্ন দেওয়া হবে ৩০ শে জুলাই। ২৯ শে জুলাই শুধুমাত্র প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ হবে। এছাড়াও প্রকাশ হবে বাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলো আনাই বাবলু’। এবারে মহরমের জন্য শুধুমাত্র ২৯ তারিখ নয়, ৩০ তারিখ দুইদিন ধরে অনুষ্ঠিত হবে মোহনবাগান দিবস।

৩০ শে জুলাই হবে মূল অনুষ্ঠান। শুধু মোহনবাগান রত্ন নয়, অন্যান্য বিভাগে কারা কারা পুরস্কার পাচ্ছেন তার তালিকাও চূড়ান্ত করা হয়েছে এই বৈঠকে। এবার প্রাক্তন ফুটবলার শঙ্কর বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। শিবদাস ভাদুড়ির নামে সেরা ফুটবলারের পুরস্কারের পাবেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। সুভাষ ভৌমিকের নামাঙ্কিত সেরা স্ট্রাইকারের পুরস্কার পাবেন দিমিত্রি পেত্রাতোস। সেরা যুব ফুটবলার হয়েছেন এনসন সিং।  সেরা ক্রিকেটার হিসেবে অরুণ লাল অ্যাওয়ার্ড পাবেন অর্ণব নন্দী। সেরা অ্যাথলিট মোহর মুখোপাধ্যায়। সেরা ক্রীড়া প্রশাসক হিসেবে অঞ্জন মিত্র অ্যাওয়ার্ড পাচ্ছেন ইউনাইটেড স্পোর্টস কর্তা নবাব ভট্টাচার্য।

মোহনবাগান সুপার জায়েন্ট তাঁদের মার্চেন্ডাইজ শোরুম খুলতে চলেছে ক্লাবে। পাশাপাশি ২৯ জুলাই প্রকাশিত হবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী। ২০ জুলাই প্রয়াত সচিব অঞ্জন মিত্রের নামাঙ্কিত মোহনবাগান মিডিয়া সেন্টারের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন আইএম বিজয়ন।

আরও পড়ুন:প্রাঞ্জল-এর মুকুটে নয়া পালক, এশিয়ার ৩ সেরা রেফারিদের মধ্যে জায়গা করে নিলেন বাংলার এই রেফারি

 

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...