Thursday, August 28, 2025

রাহুল নয় সোনিয়ার নেতৃত্বেই আস্থা বিরোধী দলগুলির, জোটের নাম থাকছে না UPA

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে একছাতার তলায় আসতে বেঙ্গালুরুতে ২৬টি অবিজেপি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে মেগা বৈঠক হতে চলেছে। মূলত, নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে রোড ম্যাপ ও রণকৌশল তৈরি করতেই এই বৈঠক। আজ, মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের দ্বিতীয় তথা শেষদিন। বৈঠকের পর সন্ধ্যায় দেশের উদ্দেশে ভাষণ দেবেন সব বিরোধী দলের নেতারা। প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী স্বয়ং বেঙ্গালুরুতে বিরোধীদের এই বৈঠকে অংশ নিয়েছেন।

এই প্রথমবার সোনিয়া গান্ধী এমন কোনও বৈঠকে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। যা সরাসরি বিরোধী ঐক্যকে উপকৃত করতে পারে, কারণ শরদ পাওয়ার এবং মমতা মতো বিরোধীদের হেভিওয়েট নেতা-নেত্রীরা রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নিতে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। তবে বর্ষীয়ান সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধী ঐক্য গড়তে তাঁদের কোনও আপত্তি নেই বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী নতুন জোটের চেয়ারপার্সন (সভানেত্রী) হতে পারেন। অনেক দলের নেতারা সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেছেন বলে জানা গিয়েছে। বৈঠক শেষে জোটের দলগুলোর বড় সমাবেশ হবে। আরও একটি বিষয় জানা গিয়েছে, বিজেপির নেতৃত্বে NDA-এর বিরুদ্ধে বিরোধী জোটের নাম আর সম্ভবত UPA থাকছে না। এই নাম পরিবর্তন হয়ে নতুন কিছু হতে পারে।

দশ বছর কেন্দ্রে শাসন করেছিল UPA। মোদি জমানা শুরুর পর সেই জোট বিস্মৃতপ্রায়। এবার তাই নতুন সমীকরণ, নতুন নামে শুরু হচ্ছে জোটের যাত্রা। আজই নতুন নামে সিলমোহর পড়তে চলেছে। অধিকাংশ দলেরই পছন্দ, ‘পেট্রিয়টিক ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (PDA)।

আরও পড়ুন:মঙ্গলবার দুপুরে ফের চন্দ্রযান-৩-এর কক্ষপথের উচ্চতা বাড়ানো হবে, জানাল ইসরো

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...