Friday, December 19, 2025

অভিন্ন কর্মসূচি নির্ধারণে বেঙ্গালুরুতে শুরু মেগা বৈঠক, নয়া নামকরণ নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বেঙ্গালুরুতে এককাট্টা বিজেপি বিরোধী দলগুলি। মঙ্গলবার, শুরু হল কেন্দ্র বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। ২০২৪-এ লোকসভা নির্বাচনে মোদি সরকারকে উৎখাত করতে একজোট ২৬টি দল। এই বৈঠকে অভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হবে বলেই সূত্রের খবর। একইসঙ্গে নয়া জোটের নামকরণের ঘোষণা হতে পারে। পাশাপাশি, আঞ্চলিক দলগুলির সঙ্গে জাতীয় দলের বোঝাপড়ার বিষয়ে আলোচনা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মঙ্গলবার বেলা ১১টায় বেঙ্গালুরুর তাজ ওয়েস্ট ইন হোটেলে মেগা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির বেঙ্গালুরুতেই মৃত্যু হওয়ায় সেখানে শ্রদ্ধা জানাতে যান অনেক নেতাই। ফলে একটু দেরিতে শুরু হয় বৈঠক। বেঙ্গালুরুর রাস্তা সে গিয়েছে ‘ইউনাইটেড উই স্ট্যান্ড’পোস্টার। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি নেতা শরদ পাওয়ার-সহ ২৬ দলের নেতৃত্ব উপস্থিত বৈঠকে।

ইউনাইটেড প্রোগ্রেসিভ ফ্রন্ট বা ইউপিএ তৈরি হয় মনমোহন সিং সরকারের সময়। তবে, সেই জোটের সমীকরণে অনেক পরিবর্তন হয়েছে সেই কারণে নতুন জোটের নামকরণ হতে পারে। ইন্ডিয়ান ইউনাইটেড ফ্রন্ট বা ইউনাইটেড ইন্ডিয়া মোর্চা- এই দুটি নাম নিয়েই জোর চর্চা চলছে।

সোমবার সন্ধেয় ঘরোয়া বৈঠকে বসেন কেন্দ্রীয় বিরোধী দলের নেতানেত্রীরা। প্রধানত, গণতন্ত্র রক্ষায় বিজেপিকে হঠানোর ডাক দিয়ে এককাট্টা বিরোধীরা। সেটাকে সামনে রেখেই লড়াইয়ের রূপরেখা তৈরি হবে। পাশাপাশি, ইউপিএ- জায়গায় এই জোটের নয়া নামকরণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানেই বিজেপিকে ধাক্কা দিতে চাইছে বিরোধী জোট। সে ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সঙ্গে জাতীয় দলের বোঝাপড়া অত্যন্ত জরুরি। যেসব জায়গায় নির্বাচন সেখানে কোনওভাবেই বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এই লক্ষ্যে স্থির থেকেই জোট বাঁধতে হবে। পাশাপাশি, নজর থাকছে দিল্লি ও পাঞ্জাবে। পাটনার বৈঠকে আপের সঙ্গে কংগ্রেসের তুমুল গোলমাল বাধে। সেবার তৃণমূল সুপ্রিমোর মধ্যস্থতায় বৈঠক বানচাল হওয়ার থেকে রক্ষা পায়। প্রধানত তাঁর উদ্যোগেই বেঙ্গালুরুর বৈঠকেও এসেছে আপ। শুধু তাই নয়, কংগ্রেসের পাশে নৈশভোজও যোগ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

২০২৪-এর লোকসভা নির্বাচনে দিল্লি থেকে মোদি সরকারকে হঠাতে পাটনার পর মঙ্গলবার বৈঠক বেঙ্গালুরুতে (Bengaluru)। পাটনার (Patna) ১৬টি দলের জায়গায় বেঙ্গালুরুর বৈঠকে যোগ দিয়েছে ২৬টি অ-বিজেপি (BJP) দল।

তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের অন্যতম চালিকাশক্তি। রয়েছেন নীতীশ কুমার লালুপ্রসাদ যাদব-সহ একাধিক প্রবীণ নেতা। একইসঙ্গে রয়েছেন অখিলেশ যাদব, তেজস্বী যাদবের মতো তরুণ তুর্কিরাও। সব মিলিয়ে আগামী দিনে সব দিক থেকেই বিজেপি সরকারকে শুধু বিপাকে ফেলতে নয়, দিল্লির মসনদ থেকে সমূলে উপড়ে ফেলতে একযোগে ময়দানে বিরোধী জোট।

আরও পড়ুন:মালদহে দুটি সিল করা ব্যালট বক্স ঘিরে ধোঁয়াশা, আসল না নকল খতিয়ে দেখছে কমিশন

 

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...