পুরসভার চাকরিতে কোনও কারচুপি হয়েছে কিনা তা জানতে ইতিমধ্যেই আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এবার পুরনিয়োগ মামলায় OMR শিটের সন্ধান শুরু। সিবিআই এর তরফে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরকে (State’s Public Works and Urban Development Department) এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

২০১৪ সালের পর থেকে পুরসভার নিয়োগ সংক্রান্ত পরীক্ষার OMR শিট আছে নাকি তা নষ্ট করে ফেলা হয়েছে সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে কেন্দ্রীয় সংস্থা। এর আগে একযোগে রাজ্যের ১৪টি পুরসভায় অভিযান চালায় সিবিআই। প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।OMR শিট বিকৃতির সন্দেহ সেখান থেকেই জোরালো হয়। এর ভিত্তিতেই রাজ্যের বেশ কয়েকটি পুরসভার কর্তাদের নোটিস পাঠিয়ে তলব করার প্রস্তুতি শুরু হয়েছে বলে সিবিআই সূত্রের দাবি। চলতি সপ্তাহেই ওই সব পুরসভার কর্তাদের তলব করা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
