Friday, December 26, 2025

রবির আকাশে মেঘ-রোদ্দুরের লুকোচুরি! ঝেঁপে বৃষ্টি কবে?

Date:

Share post:

বর্ষা আসতেই দেশের একাধিক রাজ্য সহ উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া । অথচ দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির। কলকাতা সব দক্ষিণের আকাশে শুধুই মেঘ রোদ্দুরের লুকোচুরি। রবির সকালেও একই ছবি। ঝেঁপে বৃষ্টি কবে হবে এ প্রশ্ন সকলের। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে রাজ্যের আবহাওয়ার বদল হতে পারে। দক্ষিণের জেলাগুলিতে সামান্য বাড়তে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা।

আরও পড়ুনঃগুজরাটে প্রবল বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল বাড়ি,গাড়ি,মৃ.ত অন্তত ৩

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকেই দক্ষিণের জেলাগুলিতে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সোমবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে।

এই নিম্নচাপের জের দক্ষিণবঙ্গে তেমন প্রভাব পড়বে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রার বিশেষ হেরফের না হওয়ারই সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
রবিবার কলকাতার আকাশে থাকবে মেঘের দাপট। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সেইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণে বৃষ্টি সেভাবে বৃষ্টি না হলেও উত্তরের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার ও দুই ২৪ পরগনায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

রাজ্যের সব দফতরেই EAP পোর্টাল: বাইরে থেকে আসা আর্থিক সহযোগিতার স্বচ্ছতায় জোর

রাজ্যের সব দফতরের আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনতে সব দফতরের জন্য ইএপি পোর্টাল ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার।...

শুভশ্রীর কাছে ক্ষমা চাইলেন কবীর সুমন!

’লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির একটি ইভেন্টে শুভশ্রীর (Subhashree Ganguly) কাছে ক্ষমা চাইলেন কবীর সুমন। ২৫ ডিসেম্বর মুক্তি...

সাম্প্রদায়িক হিংসা-মৌলবাদী হামলার ঘটনা তীব্র নিন্দা, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-র

সাম্প্রদায়িক হিংসা ও মৌলবাদী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে (Bangladesh) প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানাল ‘দেশ...

চাপে সুপ্রিম কোর্টে বিডিও প্রশান্ত! দেরিতে হলেও গ্রেফতারি পরোয়ানার আবেদন পুলিশের

কলকাতা হাইকোর্ট স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের অভিযোগে রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনকেই মূল অভিযুক্ত হিসাবে বিচার প্রক্রিয়া চালানোর...