অন্ত.র্বাস নিয়ে মন্তব্য করে বি.পাকে অমিতাভ! 

নেট দুনিয়ায় আচমকাই ভাই.রাল অমিতাভ বচ্চনের (Amitabh Bachhan) অন্ত.র্বাস নিয়ে মন্তব্যের একটি টুইট (Tweet)। তাতেই নি.ন্দার ঝড় সর্বত্র।

কথায় বলে মানুষের কর্মফল তাঁকে ভোগ করতেই হয়, তার জন্য পরজন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না। মানে ইহকালের ফল আপনাকে এই জীবনেই ভোগ করতে হবে। অতীত যে পিছু ছাড়ে না তার প্রমাণ হাড়ে হাড়ে টের পেলেন বলিউডের বিগ বচ্চন (Bollywood Megastar Amitabh Bachhan)। নাহলে এক যুগেরও বেশি সময় আগে করা টুইটের খেসারত এই সময় দিতে হয়? সৌজন্যে সোশ্যাল মিডিয়া (Social Media)। নেট দুনিয়ায় আচমকাই ভাইরাল অমিতাভ বচ্চনের (Amitabh Bachhan) অন্তর্বাস নিয়ে মন্তব্যের একটি টুইট (Tweet)। তাতেই নিন্দার ঝড় সর্বত্র।

সেলিব্রেটিদের লেখা বা তাঁদের বলা কথা নিয়ে সমালোচনা হওয়াটা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে প্রায় ১৩ বছর আগের ঘটনা ঘিরে এভাবে সমাজমাধ্যমে ছি ছি রব উঠবে সেটা ভাবতে পারেননি ভারতীয় বিনোদন জগতের মেগাস্টার অমিতাভ বচ্চন। ঘটনাটি ২০১০ সালের। ১২ জুন বিকেল ৩টে ২৪-এ একটি টুইট করেছিলেন অমিতাভ। সেখানে লিখেছিলেন, “ইংরেজিতে ব্রা কেন একবচন, আর প্যান্টি’জ কেন বহুবচন?” সেই সময় অবশ্য এটা নিয়ে খুব একটা মাতামাতি হয়নি কারণ তখন সোশ্যাল মিডিয়া এতটা সক্রিয় ছিল না। তাঁর টুইট ভাইরাল হতেই মিম যেমন এসেছে ঠিক তেমনই রীতিমতো তুলোধনা করা হচ্ছে তাঁকে। কেউ কেউ তো বলেই ফেললেন বিগ বচ্চন যে এত নিম্ন রুচির মানুষ হতে পারেন তা ভাবা যায় না। বোঝো ঠেলা! একদিকে এই নিয়ে যখন উত্তাল টুইটার, বিগ-বি কিন্তু নীরব। আদৌ কি নিয়ে কোনও মন্তব্য করবেন মেগাস্টার? আপাতত তিনি ‘কৌন বনেগা ক্রোঢ়পতি’র শুটিং নিয়ে ব্যস্ত ।