Friday, December 26, 2025

মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে রাজপথে মোমবাতি মিছিল, বিজেপিকে তুলোধনা তৃণমূলের

Date:

Share post:

জাতিদাঙ্গায় অশান্ত মণিপুর নিয়ে সংসদের বাদল অধিবেশনে বারবার সরব হয়েছেন বিরোধীরা। এই ইস্যুতে মণিপুর সরকার থেকে কেন্দ্রে মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। যার জেরে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষই।

মণিপুরে শান্তি ফেরার জন্য উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র বলেই দাবি করা হচ্ছে বারবার। এমন পরিস্থিতিতে মণিপুরে মহিলাদের উপর  অত্যাচারের প্রতিবাদে এবং  শান্তি ফেরানোর ডাক দিয়ে কলকাতার রাজপথে রবিবার বিরাট মিছিল করে তৃণমূল। হাজরা মোড় থেকে শুরু হয়ে একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত এই মিছিলে পা মেলান অসংখ্য মানুষ।

এই মোমবাতি মিছিলে পা মেলান যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ। সেখান থেকে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
তিনি বলেন, জ্বলছে উত্তরপূর্ব ভারতের সুন্দর রাজ্য মণিপুর। উত্তপ্ত হয়ে রয়েছে গোটা রাজ্য, দফায় দফায় সংঘর্ষ চলছে, আগুন জ্বলছে, মোকাবিলায় রাস্তায় নেমেছে সেনা এবং আধাসেনা। কিন্তু তার পরেও সামলাতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার।আয়তনের দিক থেকে মণিপুর রাজ্যের ১০%। রাজ্যের ১৬টি জেলার মধ্যে ৫টি এই উপত্যকায়। কিন্তু এই উপত্যাকাতেই বসবাস করে জনসংখ্যার প্রায় ৬০% মানুষ। এদের বেশিরভাগই মেইতেই জনজাতির মানুষ। মণিপুর প্রায় ৩৪-টি ছোট বড় নানা জনগোষ্ঠীর বাসভূমি। মণিপুরবাসীদের মধ্যে এরা প্রায় ৪০%। এদের সিংহভাগই নাগা ও কুকি সম্প্রদায়ের। অবিলম্বে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে হবে। অথচ বিজেপি সরকার চায় এই দাঙ্গা লেগে থাকুক । এর বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ।

 

spot_img

Related articles

বিরোধী শিবির ছেড়ে আজই তৃণমূলে যোগ দিচ্ছেন পার্নো! খবর সূত্রের 

টলিউড অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra) এবার বিজেপি ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ...

ঠান্ডায় কাঁপছে বাংলা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রির ঘরে! শুক্রেই মরশুমের শীতলতম দিন

বড়দিন কাটতে না কাটতেই বাংলা জুড়ে হাড়কাঁপানো ঠান্ডা। প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে কনকনে ক্রিসমাস উপভোগ করার পর...

‘প্রজাপতি ২’ নামের অর্থ হারালো মাঝপথেই, ক্লাইম্যাক্স টুইস্টে বাঙালি আবেগ ধরার চেষ্টা

বড়দিনে বড়পর্দায় মুক্তি পেল 'প্রজাপতি ২' (Prajapati 2)। ছবি নির্মাতারা প্রথম থেকেই বলে এসেছেন এই ছবি বাবা- সন্তানের...

দলের পদাধিকারী-ভোট ম্যানেজারদের সঙ্গে আজ মেগা সাংগঠনিক বৈঠকে অভিষেক

দলনেত্রীর নির্দেশ মেনে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের ভূমিকা আলোচনার পাশাপাশি ভোট ম্যানেজারদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন...