Wednesday, November 12, 2025

অভিষেকের ‘রক্ষাকবচ’ মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি সোমবার পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে(Kolkata High Court)। সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুনানি পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিচারপতি জানান, স্কুল ও পুরসভা নিয়োগ সংক্রান্ত বহু মামলা আদালতে চলছে। ইডি যতক্ষণ না লিখিতভাবে আদালতে না জানাচ্ছে, যে এই মামলার শুনানিতে তাদের কোনও আপত্তি নেই, ততক্ষণ সেই মামলা এই এজলাসে শোনা হবে না।

এদিনের শুনানিতে ইডির আইনজীবী এদিন আদালতে জানান, “আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার কোনও আপত্তি নেই। কিন্তু তারপরেও ইডির বক্তব্য লিখিত জানানো হবে।” তারপরই বিচারপতি আইনজীবীর উদ্দেশে বলেন, “ইডির থেকে জেনে জানান। প্রয়োজনে ফিরোজ এডুলজির মাধ্যমে কোর্টকে অবহিত করুন।” তারপরই বিচারপতি বলেন, “যতক্ষণ না ইডি তাদের এই নিয়ে অবস্থান স্পষ্ট করছে, ততক্ষণ কোর্টের কিছু করার নেই। বৃহস্পতিবার ইডি তাদের অবস্থান জানাবে।” সেদিন অভিষেক মামলার শুনানি দিন ঠিক করেন বিচারপতি।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি নির্ধারিত হয়েছিল। কিন্তু সোমবার শুনানিতে এই মামলা শোনার ক্ষেত্রে বিচারপতি ঘোষের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই মামলা যায় প্রধান বিচারপতির বেঞ্চে। যদিও ইডির আপত্তি উড়িয়ে দিয়ে অভিষেকের মামলা ফের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ফিরিয়ে দেন প্রধান বিচারপতি।

spot_img

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...