গত ৩ মাস ধরে হিংসাদীর্ণ মণিপুরে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, অগ্নিসংযোগের হাজার হাজার ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যার জেরে শীর্ষ আদালতের তোপের মুখে পড়েছে ডবল ইঞ্জিনের মণিপুর সরকার। এমনকি দুই মহিলাকে বিবস্ত্র করে ঘরানো ও গণধর্ষণের ঘটনা ঘটে ৪ মে। সেদিন থেকে ১৮ মে পর্যন্ত ১৪ দিন কোনও অভিযোগ দায়ের হয়নি। এতগুলো দিন মণিপুরের পুলিশ কোথায় ছিল? জানতে চেয়েছে আদালত। শুধু তাই নয়, মণিপুর হিংসায় এখনও পর্যন্ত মোট ৬ হাজার এফআইআর দায়ের হয়েছে, সেই এফআইআর সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করেছে, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ।

এই ঘটনার প্রেক্ষিতেই মণিপুর ইস্যুতে বিজেপির ডবল ইঞ্জিনকে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। টুইটে তোপ দেগে লেখা হয়েছে, “ডবল ইঞ্জিনের মণিপুরে সম্পূর্ণ ব্যর্থ সরকার। অবশেষে সরকারের আসল স্বরূপ প্রকাশ্যে চলে এসেছে। হিংসাদীর্ণ মণিপুরকে শান্ত করার পরিবর্তে ওরা অলসভাবে হাত গুটিয়ে বসেছিল। মণিপুর সরকারের অজুহাতের জেরে এখন সুপ্রিমকোর্ট পদক্ষেপ নিতে এবং জবাবদিহিতে বাধ্য করেছে। আদালত জানিয়েছে, জাতিহিংসার জেরে এখনও পর্যন্ত যে ৬ হাজার এফআইআর দায়ের হয়েছে তার বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য। এই সরকারের অযোগ্যতা চরমে পৌঁছেছে। সময় এসেছে এই দুঃস্বপ্নের অপশাসনের অবসান ঘটিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ন্যায়বিচার প্রদানের!”

Utter failure of the double-engine @BJP4Manipur Govt exposed, violence runs rampant while they sit idle!
The Supreme Court has now been forced to step in and demand accountability from this pathetic excuse of a State Govt:
◼️ Provide a complete break-up of 6,000 FIRs resulting…
— All India Trinamool Congress (@AITCofficial) August 1, 2023