Thursday, May 15, 2025

কেদারনাথ যাওয়ার পথে নামল ধ*স, মাটির নিচে চা.পা পড়ে ২০

Date:

Share post:

কেদারনাথের যাত্রাপথে বড়সড় দুর্ঘটনা। শুক্রবার সকালে কেদারনাথ যাওয়ার পথে নামল ধস। একাধিক যাত্রীর চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় কেদারনাথ যাত্রার রুটে গৌরীকুণ্ড এলাকায় এই ধস নেমেছে। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকাজ শুরু করেছে রাজ্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

রুদ্রপ্রয়াগের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, “১৮ থেকে ২০ জন কেদারনাথ যাত্রী এই রাস্তায় ধসের জেরে চাপা পড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার তিনটি দোকান ধসে ভেঙে পড়েছে। গত ২৪ ঘণ্টা ধকে গৌরীকুণ্ড এলাকায় ভারী বৃষ্টিপাত চলছে। তার জেরেই এই ভয়াবহ ধস।”

রুদ্রপ্রয়াগের SP ড. বিশাখা বলেন, “নিখোঁজ যাত্রীদের খুঁজতে তল্লাশি অভিযান চলছে। আমরা খবর পেয়েছি, ওই তিনটি দোকানের মাথায় পাথরের বড় চাঁই পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু হয়। আশঙ্কা করা হচ্ছে, ১০ থেকে ১২ জন যাত্রী ধসের নীচে চাপ পড়ে থাকতে পারেন। তাঁদের কাউকেই এখনও ট্র্যাক করা সম্ভব হয়নি।” বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক দলিপ রাওয়ার নেতৃত্বে উদ্ধারকাজ চালাচ্ছে কর্মীরা।

উল্লেখ্য, গত জুন মাসেই বেশ কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ যাত্রা। খারাপ আবহাওয়ার জেরে যাত্রী নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিয়ে রাজি ছিল না ধামি প্রশাসন। নাগাড়ে বৃষ্টিপাতের জেরে কেদারনাথ যাওয়ার রাস্থা বিপর্যস্ত হয়। শোনপ্রয়াগ থেকে কেদারনাথ ধামের উদ্দেশে যাত্রা করার পর মাঝপথেই থেমে যেতে হয় শিব ভক্তদের।

আরও পড়ুন- বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের আরও উন্নতি, কবে ছাড়া পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...