Sunday, November 9, 2025

“পীরের হাত ধরেছে CPM, নিজের পায়ে দাঁড়িয়ে আছে SUCI”, ব্রিগেড থেকে সেলিমদের তুলোধনা

Date:

Share post:

ব্রিগেডের রং লালে লাল। না, সিপিএম বা বামেদের ডাকা কোনও সমাবেশ নয়। ১৯৮৮ সালের ৪ এপ্রিলের, ২০২৩ সালের ৫ আগস্ট। ৩৫ বছর পর বিগ্রেড সমাবেশ আয়োজন করল SUCI. দলের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে এই ব্রিগেড সমাবেশের ডাক। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য, এমনকী দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকেও কর্মী সমর্থক নেতৃত্ব এসেছে এদিনের সমাবেশে। এই সমাবেশে শিবদাস ঘোষের জীবনী, তার বাণী ও কাজের উপর বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। গত বছর ৫ আগস্ট দিল্লিতে শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়েছিল। বছর পেরিয়ে আজ তা ব্রিগেড সমাবেশের মাধ্যমে শেষ হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, হরিয়ানার রাজ্য সম্পাদক সত্যবান, কর্ণাটকের রাজ্য কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতা কে রাধাকৃষ্ণ। ২৫টি রাজ্য থেকে যোগ দেন নেতা-কর্মীরা।

১৩০ ফুট লম্বা, ৩০ ফুট চওড়া মঞ্চের সামনে শুধুই কালো মাথার ভিড়। এদিন ব্রিগেডের মঞ্চ থেকে প্রভাস ঘোষ আগাগোড়া সিপিএমকে আক্রমণ করলেন। তিনি বললেন, “অনেক বাম দল আমাদের নিয়ে বাঁকা কথা বলেছে। অনেক প্রতিকূলতা মাথায় নিয়েও SUCI কখনও কোনও অন্যায়ের সঙ্গে আপস করেনি। অন্যায়ের সামনে মাথা নত করেনি। অনেকে বলেছিল SUCI কোনও দলই নয়। এই সমাবেশ তাদের কাছে
জবাব।”

এখানেই শেষ নয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ আরও বলেন, “আজ আরএসপি, ফরওয়ার্ড ব্লক ক্রমেই দুর্বল হচ্ছে। তারা প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। এটা তাদের নেতারাও জানেন। পশ্চিমবঙ্গে সিপিএম ৩৪ বছর সরকার চালিয়েছে। আজ তারা কংগ্রেসের হাত ধরেছে, একটা পীরকে ধর্মনিরপেক্ষ সাজিয়ে তাঁর হাত ধরেছে। কিন্তু SUCI নিজের পায়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।” INDIA জোটে সিপিএমের যোগ নিয়েও কটাক্ষ করেন প্রভাস ঘোষ।

এদিন সূর্যের আলো ফোটার পর থেকেই বিভিন্ন জেলা, শহর ও শহরতলী থেকে থেকে SUCI সমর্থকরা ভিড় জমাতে শুরু করেন ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে। হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে এগিয়ে আসে একের পর এক বিশাল বিশাল পদযাত্রা। সেন্ট্রাল অ্যাভিনিউ ও আলিপুরের উত্তীর্ণ থেকে একে একে মিছিল পৌঁছায় ব্রিগেডে। জেলা থেকে একের পর বাস এদিন ছিল SUCI-এর এই ঐতিহাসিক সভামুখী।

spot_img

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...