Monday, August 25, 2025

ঘূর্ণাবতের জের, বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি

Date:

Share post:

আবহাওয়া দফতের পূর্বাভাস মতোই সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে চলছে বৃষ্টি। কলকাতায় এদিন সকাল থেকেই মেঘলা আকাশ, সেই সঙ্গে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরের জেলাগুলি থেকেও বৃষ্টির খবর এসেছে। মৌসুমী অক্ষরেখা ভাগলপুর, মালদা, মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার ওপর বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তের জেরে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

সোমবারের পর মঙ্গল ও বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের কয়েকটি জেলায়। এর মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কিছু এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে৷ দক্ষিণের সব জেলাতেই থাকছে হলুদ সতর্কতা। তবে সোমবারের তুলনায় আজ মঙ্গলবার কিছুটা কমবে বৃষ্টি। উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরের প্রায় সব জেলাতেই মঙ্গলবারও হলুদ সতর্কতা থাকছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দুই ২৪ পরগনাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম থাকবে। চলতি মরসুমে দক্ষিণে বৃষ্টির ঘাটতি চলছিল। এই ক’দিনের বৃষ্টিতে তা অনেকটাই মিটবে বলেও আশা করছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্তের জেরে এই দুদিন অশান্ত থাকবে সমুদ্র। ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া চলবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন- হাওড়ার কুলগাছিয়ায় মর্মান্তিক পথ দু.র্ঘটনা! লেন ভেঙে গাড়িতে ধা.ক্কা ট্রেলারের, মৃ.ত ৩

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...