Tuesday, December 23, 2025

ডে.ঙ্গি নিয়ে সতর্কতা, ১২টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সংস্থাকে চিঠি কলকাতা পুরসভার

Date:

Share post:

ডেঙ্গি প্রতিরোধে সতর্ক কলকাতা। পুরসভা সচেতনতা বাড়াতে ১২টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিককে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুরসভা (KMC)। নিজেদের অফিস (Office) সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিয়ে এই চিঠি (Letter)। পাশাপাশি, নোটিশ পাঠানো হয়েছে শহরের একাধিক নাগরিককেও।

ডেঙ্গি মোকাবিলায় একধিক ব্যবস্থা নিতে এবার একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিকদের চিঠি দিচ্ছে কলকাতা পুরসভা। এই সংস্থাগুলিকে তাঁদের অধীনস্থ জায়গাগুলি অবিলম্বে পরিষ্কার করতে বলা হয়েছে। সেই সঙ্গে শহরের প্রায় হাজার পাঁচেক নাগরিককেও চিঠি ধরিয়েছে পুরসভা। এদের বিরুদ্ধেও ওই একই অভিযোগ আনা হয়েছে। এর আগে মেয়র উল্টোডাঙ্গার কাছে কোল ইন্ডিয়া ও আরও কয়েকটি কেন্দ্রীয় সরকারি আবাসনে পরিদর্শন করেন। সেখানে একাধিক জায়গায় জমা জলে মশার লার্ভা দেখে ক্ষোভে ফেটে পড়েন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে এর আগে নোটিশ দিলেও কাজ কিছু হয়নি বলেও অভিযোগ করেন মেয়র। তিনি বলেন, বারবার বলা সত্ত্বেও জমা জল নিয়ে সতর্ক করা যাচ্ছে না। সতর্ক করার পরও কাজ না হলে মিউনিসিপ্যাল কোর্টে মামলা করার কথাও বলেন মেয়র। এর পাশাপাশি শহরের বেশ কিছু নাগরিকদের চিঠি ধরিয়েছে পুরসভা। তাঁর উদাসীনতা ও বেপরোয়া মনোভাবের জন্য শহরে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। এরই মধ্যে সতর্কতা ছাড়াও অনেককে আর্থিক জরিমানাও করেছে পুরসভা। সংস্থাগুলিকে পাঠানো চিঠিতে তাঁদের সংস্থার অধীনস্থ জমিতে জল জমা রোধে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে শহরে ডেঙ্গি রুখতে তৎপর কলকাতা পুরসভা।

আরও পড়ুন:যাদবপুরের ‘মেন হস্টেল’ যেন মূর্তিমান বিভী.ষিকা! সহপাঠীর মৃ.ত্যুতে সোশ্যাল মিডিয়ায় পড়ুয়ার অনুভূতি

 

 

 

spot_img

Related articles

গঙ্গাসাগর মেলার প্রশাসনিক প্রস্তুতি দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

সমস্যা এড়াতে এবার বোরো অফিস থেকেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের কপি

SIR প্রক্রিয়াতে যাতে নাগরিকদের ভোগান্তি না হয় সেজন্য শহরের সব বোরো অফিসে খোলা হচ্ছে বিশেষ কাউন্টার। কলকাতা পুরসভার...

তিস্তায় ব়্যাফ্টিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ভারতীয় সেনার

শীতের উত্তাল তিস্তায়(Teesta) মর্মান্তিক দুর্ঘটনা। রিভার ব়্যাফ্টিং(Rafting) প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন এক ভারতীয় সেনা। মৃত...

বাংলাদেশে দীপু-খুনের প্রতিবাদে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার

বাংলাদেশে (Bangladesh) দীপু দাস (Dipu Das) খুনের প্রতিবাদের অজুহাতে কলকাতায় (Kolkata) মিছিলের নামে অশান্তি বাধানোর চেষ্টা হিন্দুত্ববাদী সংগঠনের।...