Thursday, August 21, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃ.ত্যুর জের! ধৃ.ত সৌরভকে পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর (Swapnadeep Kundu) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতেই গ্রেফতার করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং হস্টেলের আবাসিক সৌরভ চৌধুরীকে (Saurav Chaudhury)। শনিবার ধৃতকে ২২ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিল আলিপুর আদালত। তবে এদিন সৌরভকে আদালতে হাজির করানো হলে তাঁকে ২৫ অগাস্ট পর্যন্ত হেফাজতে চেয়েছিল পুলিশ। কিন্তু শেষমেশ সওয়াল জবাব শেষে ১০ দিন অর্থাৎ আগামী ২২ অগাস্ট অবধি সৌরভকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিন সৌরভকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন তাঁকে ফাঁসানো হচ্ছে কী না? উত্তরে সৌরভ সাফ জানান, ‘আমি নির্দোষ, নিরপরাধ’।

তবে এদিন আদালতে ধৃত সৌরভের আইনজীবী বলেন, সৌরভ স্বপ্নদীপের সহপাঠী, রুমমেট বা বন্ধু কোনওটাই নয়। এছাড়া সৌরভের ফোন থেকে কারও কাছে ফোনও করা হয়নি। আইনজীবীর আরও দাবি, স্বপ্নদীপের বাবা সৌরভকে চিনতেন না। এদিকে এদিন আদালতে সরকারি আইনজীবী পাল্টা জানান, ইতিমধ্যে তিন জনের বয়ান রেকর্ড করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে দু’টি মোবাইল ফোনও। এর মধ্যে একটি সৌরভের ফোন। এরপরই সব ফোনের কল ডিটেলস খতিয়ে দেখতে আদালতের কাছে অনুরোধ জানান তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করেন তাঁর বাবা। অভিযোগ পেয়েই শুক্রবার রাতে পুলিশ সৌরভ চৌধুরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে জেরায় একাধিক অসঙ্গতি মিললে রাতের দিকে গ্রেফতার করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীকে। রাতভর জেরা করা হয় তাকে। এরপরই শনিবার আলিপুর আদালতে তাকে পেশ করা হলে আগামী ২২ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...