Monday, May 5, 2025

যাদবপুরের ঘটনার দায় সবার, সিসিটিভিতে অনীহা নবনিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যের!

Date:

Share post:

অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই সংবাদের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। তবে এবার নতুন কোনও পুরস্কার বা সম্মান পাওয়ার জন্য নয় বরং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) অন্দরে ঠিক কতটা বিশৃংখল পরিস্থিতি হয়ে আছে, ছাত্র মৃত্যুর ঘটনায় যেন সেটাই প্রকাশ্যে এসে গেল। বাংলা কথা ভারতের অন্যতম নামী প্রতিষ্ঠানে এত অব্যবস্থা কল্পনাও করতে পারেননি সাধারন মানুষ। প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় গরিমা, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ, প্রশ্নের মুখে ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাজনীতির চর্চা, ব়্যাগিং, পড়ুয়াদের মানসিকতা থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা। সর্বোপরি প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা (Education system of JU)। বিগত কয়েক মাস ধরেই উপাচার্যহীন অবস্থায় পড়েছিল যাদবপুর।শনিবার যাদবপুরের গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউকে (Prof Buddhadeb Sau) অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। এই পরিস্থিতিতে দায়িত্ব পাওয়ার পর কতটা চ্যালেঞ্জের মুখে নতুন অন্তর্বর্তী উপাচার্য?

বুদ্ধদেব সাউ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাওয়ার পর স্পষ্ট জানিয়ে দিলেন, যে কোনও একটা প্রতিষ্ঠানের সাফল্যের অহংকার যদি সকলের থাকে, তাহলে সেখানে কোনও অপরাধমূলক কাজকর্ম বা কোনও দুর্নীতি হলে, সেই ব্যর্থতার দায়ও এড়িয়ে যাওয়া যায় না। তিনি বলছেন যে কোনও সিস্টেম যত উন্নত আর ভালই থাক না কেন, তাকে আরও উন্নত করার চেষ্টা সবসময় করতে হয়। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোথাও যেন একটা জড়তা এসে গেছিল এখন সেটাই কাটিয়ে ওঠা দরকার। তবে অ্যান্টি ব়্যাগিং কমিটিতে পদক্ষেপ করা হয় না এই তত্ত্ব মানতে নারাজ নতুন উপাচার্য। প্রশ্নের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী নিরাপত্তা ব্যবস্থা। কেন ক্যাম্পাস চত্বরে বা হোস্টেলে সিসিটিভি লাগানো হয়নি, তা নিয়ে সরব হয়েছেন সকলেই। এই প্রসঙ্গে বুদ্ধদেব বাবু বলেন সিসিটিভি না করে হিউম্যান সারভিল্যান্স শুরু করা যেতে পারে। তবে নিরাপত্তার সঙ্গে কোনও আপোষ করা হবে না। বাংলা বিভাগের পড়ুয়ার মৃত্যুতে সব থেকে বেশি অভিযুক্ত প্রাক্তনীরা।বুদ্ধদেব সাউ জানালেন প্রাক্তনীদের হস্টেলে থাকার ঘটনা একদমই কাম্য নয়। কিন্তু ক্যাম্পাস যে নেশার আঁতুড়ঘর, সেই বিষয়ে কোনও পদক্ষেপ করা হবে কিনা তা নিয়ে মন্তব্যে নারাজ নতুন ভিসি।

 

spot_img
spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...