ইমাম ও মোয়াজ্জেম ভাতা আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ইমামদের সম্মেলনে ইমাম ও মোয়াজ্জেমদের পাশাপাশি পুরোহিতদেরও ৫০০ টাকা ভাতাবৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মাদ্রাসা নিয়েও বড় ঘোষণা করেন মমতা।

এদিন ইমাম-মোয়াজ্জেমদের সভায় যোগ দিয়েছিলেন মমতা। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “যদি কেউ দাঙ্গা করতে যায় আপনারা একটু দেখবেন। আমি দেখেছি সংখ্যালঘু ভাইবোনেরা একটু তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। আরে ওরা তো এটাই চায়।” মমতার কথায়, “সংখ্যালঘুদের ভাগাভাগি করবার জন্য কাউকে কাউকে ক্যাশ মানি তুলে দিচ্ছে। আর সিপিএমের লোকগুলোর লজ্জা নেই, ওই বিজেপি, কংগ্রেসের সঙ্গে বোর্ড গঠন করছে।”

কেন্দ্র বকেয়া না দেওয়ার কারণে রাজ্যের অর্থকষ্টের কথা স্বীকার করেও ভাতাবৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমাদের টাকার ভান্ডার খুব কম। ম্যানেজ করতে হয়। আমাকে আর ছটা মাস সময় দিন, আমি ম্যানেজ করে দেব।”

মুখ্যমন্ত্রী জানান আরও ৭০০ মাদ্রাসাকে অনুমোদন দেবে রাজ্য। একইসঙ্গে ফরজি মাদ্রাসা নিয়ে মমতা বলেন, “ফরজি মাদ্রাসা যেগুলো আছে সেগুলিককে রেজিস্ট্রার করতে বলেছি। যাতে ওখানে যারা লেখাপড়া করে তারা সরকারের ছাত্রছাত্রীদের জন্য যে প্রজেক্টগুলো আছে সেগুলোর সুযোগ সুবিধা পেতে পারে।”

মুখ্যমন্ত্রী জানান, “সংখ্যালঘু স্কলারশিপে বাংলা এক নম্বরে। ৭১৪২ কোটি টাকা দেওয়া হয়েছে। এই ১২বছরে ২৪৬ কোটি এডুকেশন ঋণ দেওয়া হয়েছে”। তিনি বলেন, “ইমাম-মোয়াজ্জিমদের মাধ্যমে আমি বলছি, আপনাদের এলাকায় যদি গরিব কেউ ছোটোখাটো ব্যবসা করতে চান তাহলে তাঁর জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সফট্ লোনের ব্যবস্থা সরকার করে দেবে।”
