Saturday, January 10, 2026

ইমাম-মোয়াজ্জেম-পুরোহিতদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি মুখ্যমন্ত্রীর, মাদ্রাসা নিয়েও বড় ঘোষণা

Date:

Share post:

ইমাম ও মোয়াজ্জেম ভাতা আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ইমামদের সম্মেলনে ইমাম ও মোয়াজ্জেমদের পাশাপাশি পুরোহিতদেরও ৫০০ টাকা ভাতাবৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মাদ্রাসা নিয়েও বড় ঘোষণা করেন মমতা।

এদিন ইমাম-মোয়াজ্জেমদের সভায় যোগ দিয়েছিলেন মমতা। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “যদি কেউ দাঙ্গা করতে যায় আপনারা একটু দেখবেন। আমি দেখেছি সংখ্যালঘু ভাইবোনেরা একটু তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। আরে ওরা তো এটাই চায়।” মমতার কথায়, “সংখ্যালঘুদের ভাগাভাগি করবার জন্য কাউকে কাউকে ক্যাশ মানি তুলে দিচ্ছে। আর সিপিএমের লোকগুলোর লজ্জা নেই, ওই বিজেপি, কংগ্রেসের সঙ্গে বোর্ড গঠন করছে।”

কেন্দ্র বকেয়া না দেওয়ার কারণে রাজ্যের অর্থকষ্টের কথা স্বীকার করেও ভাতাবৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমাদের টাকার ভান্ডার খুব কম। ম্যানেজ করতে হয়। আমাকে আর ছটা মাস সময় দিন, আমি ম্যানেজ করে দেব।”

মুখ্যমন্ত্রী জানান আরও ৭০০ মাদ্রাসাকে অনুমোদন দেবে রাজ্য। একইসঙ্গে ফরজি মাদ্রাসা নিয়ে মমতা বলেন, “ফরজি মাদ্রাসা যেগুলো আছে সেগুলিককে রেজিস্ট্রার করতে বলেছি। যাতে ওখানে যারা লেখাপড়া করে তারা সরকারের ছাত্রছাত্রীদের জন্য যে প্রজেক্টগুলো আছে সেগুলোর সুযোগ সুবিধা পেতে পারে।”

মুখ্যমন্ত্রী জানান, “সংখ্যালঘু স্কলারশিপে বাংলা এক নম্বরে। ৭১৪২ কোটি টাকা দেওয়া হয়েছে। এই ১২বছরে ২৪৬ কোটি এডুকেশন ঋণ দেওয়া হয়েছে”। তিনি বলেন, “ইমাম-মোয়াজ্জিমদের মাধ্যমে আমি বলছি, আপনাদের এলাকায় যদি গরিব কেউ ছোটোখাটো ব্যবসা করতে চান তাহলে তাঁর জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সফট্ লোনের ব্যবস্থা সরকার করে দেবে।”

 

 

 

 

spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...