Thursday, January 29, 2026

“মহারাজ আবার কবে মুখ্যমন্ত্রী হয়ে যান…”, বরুণের নিশানায় যোগী

Date:

Share post:

খাতায় কলমে বিজেপি সাংসদ হলেও, নিজের দলের বিরোধিতায় বারবার সরব হতে দেখা গিয়েছে বরুণ গান্ধীকে। এবার উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে(Yogi Adityanath) নিশানায় নিলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী(Varun Gandhi)। ‘কাহিপে নিগায়ে, কাহিপে নিশানা’! এই অঙ্কে যোগীকে নিশানা করে বরুণ বললেন, “বলা যায় না মহারাজ আবার কবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন।” বরুণের এহেন মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উত্তরপ্রদেশের পিলভিট কেন্দ্রের সাংসদ বরুণ সোমবার নিজের লোকসভা কেন্দ্রে সাধু-সন্তদের নিয়ে একটি সমাবেশ করেন। সেখানে তাঁর সঙ্গে কথা বলার সময় এক আশ্রমের মোহন্তের মোবাইল ফোন বেজে ওঠে। বরুণের অনুগামীরা ওই মোহন্তকে ফোন বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু বরুণ সঙ্গে সঙ্গে বলে বসেন, “ওকে জোর করবেন না। বলা যায় না মহারাজ আবার কবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তখন আমাদের কী হবে? মহারাজ জি আপনি কলটা রিসিভ করুন।” সরাসরি যোগীর নাম না নিলেও ‘মহারাজের মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া’ যে আসলে যোগীর দিকেই বরুণের খোঁচা তা দিনের আলোর মতো পরিস্কার। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার আগে যোগীও গোরক্ষপুর মঠের প্রধান মহারা ছিলেন। এখনও সেই পদে রয়েছেন তিনি।

তবে এটাই শেষ নয়, “নিজের ভাষণে এরপর বিজেপির প্রতি কড়া আক্রমণও শানাতে দেখা গিয়েছে বরুণকে। আপনি যাকে খুশি ভোট দিন। কিন্তু ভোট দেওয়ার আগে হাওয়ায় না ভেসে নিজের মাথাটা ব্যবহার করুন। শুধু ভারত মাতা কি জয় বা জয় শ্রী রাম শুনে ভোট দেবেন না। কারণ তার পরে আপনি কেবল একটি নম্বর-এ পরিণত হয়ে যাবেন। আমি চাই না আপনি একজন নম্বর হয়ে উঠুন।” উল্লেখ্য, গত বছর খানেক ধরে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক রূপে দেখা গিয়েছে গান্ধী পরিবারের সন্তান বরুণ গান্ধীকে। বিজয় মালিয়া থেকে ঋষি আগরওয়াল, একপর এক দেশ ছেড়ে পালানো শিল্পপতিদের সম্পর্কে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ঋণের বোঝায় দেশে আত্মহত্যার সংখ্যা বাড়ছে বলেও দাবি করেছিলেন। লখিমপুরের (Lakhimpur) আন্দোলনকারী কৃষকদের মর্মান্তিক মৃত্যু নিয়েও বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল সঞ্জয় গান্ধীর পুত্রকে।

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...