Tuesday, November 4, 2025

‘নির্লজ্জ সেলিম-অধীর আসলে বিজেপির দালাল’! পদক্ষেপ নিক দিল্লি নেতৃত্ব, দাবি কুণালের

Date:

Share post:

মুম্বইতে যখন নরেন্দ্র মোদি তথা বিজেপি বিরোধী INDIA জোট গুরুত্বপূর্ণ তৃতীয় বৈঠকে মিলিত হয়েছে, ঠিক সেই সময় ধূপগুড়ি উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে মঞ্চ আলো করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পাশে বসে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এখানেই শেষ নয়, সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার করতে এসে মহম্মদ সেলিমের মতোই বিজেপিকে ছেড়ে তৃণমূলকে নিশানা করেন অধীর। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক শুধু নয়, আপত্তিকর বলে মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি মহম্মদ সেলিম ও অধীর চৌধুরীকে
বিজেপির-বি টিম ও দালাল বলে মন্তব্য করেন।

কুণাল ঘোষ বলেন, ‘মুম্বইতে INDIA জোটের বৈঠক চলছে। যেখানে মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রয়েছেন জাতীয় রাজনীতির বর্ষীয়ান মুখ শারদ পাওয়ার, নীতিশ কুমার, লালুপ্রসাদ যাদব। এছাড়াও গোটা দেশের অবিজেপি দলগুলির শীর্ষ নেতৃত্ব। সীতারাম ইয়েচুরিই রয়েছেন। যখন ভারতকে বিজেপি মুক্ত করার শপথ নিয়ে INDIA জোট লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তখন ধূপগুড়িতে কুৎসিত ভাষায় তৃণমূলকে আক্রমণ করছে বাংলার একাংশের কংগ্রেস ও সিপিএম নেতারা। যারা শূন্য, যাদের বাংলার মানুষের কাছে কোনও গ্রহণযোগ্যতা নেই, তারা তৃণমুলের নামে কুৎসা করে বিজেপির হাত শক্ত করছে। এই অধীর চৌধুরী, মহম্মদ সেলিমরার আসলে বিজেপির এজেন্ট। বিজেপির দালালি করছে।’

কুণালের আরও সংযোজন, ‘দ্বিচারিতার জ্বলন্ত প্রতীক।
মুম্বইতে বিজেপির বিরুদ্ধে INDIA জোটের বৈঠকে কংগ্রেস, তৃণমূল, আরজেডিসহ বিভিন্ন দলের শীর্ষনেতাদের সঙ্গে সিপিএমের সীতারাম ইয়েচুরি। একই সময়ে বাংলার ধূপগুড়িতে বিজেপিকে খুশি করতে ভোট ভাগের সভায় তৃণমূলকে আক্রমণে সিপিএমের মহম্মদ সেলিম। পাশে অধীর চৌধুরী। বিজেপির দালাল।’

সিপিএম ও কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের দৃষ্টিও আকর্ষণ করেন কুণাল। তাঁর দাবি, গোটা দেশে যখন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতি চলছে তখন নির্লজ্জ সেলিম, অধীররা বাংলায় উল্টোপথে হাঁটছেন। দুই দলের শীর্ষ নেতৃত্বর বিষয়টি দেখে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত।

 

 

 

 

spot_img

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...