Friday, May 16, 2025

ভারত-পাক মহারণে কে এগিয়ে? কী বললেন মহারাজ?

Date:

Share post:

আর মাত্র কয়েকটা ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু এশিয়া কাপের হাইভোল্টেজ ম‍্যাচ। আজ এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি রোহিত শর্মার ভারত। শনিবারের এই মহারণের আগে এই ম্যাচ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে পাকিস্তান বেশ শক্তিশালী প্রতিপক্ষ হলেও, এই ম্যাচে এগিয়ে ভারতই। পাশাপাশি এও জানিয়ে রাখলেন, চোট সারিয়ে ফেরা যশপ্রীত বুমরাহর বোলিং দেখার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

ভারত-পাক ম‍্যাচ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”দুই দলই খুব শক্তিশালী। ভারতের যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি রয়েছেন তেমনি পাকিস্তানের বাবর আজমও কিন্তু দারুণ ফর্মে। ফলে লড়াই বেশ কঠিন হবে।” যদিও এশিয়া কাপের এই মহারণে ভারতীয় দলকেই এগিয়ে রাখছেন বাংলার মহারাজ। তিনি বলেন, “এশিয়া কাপে বারেবারেই ভারত বেশ ভালো খেলে। সেই জন্যই এই ম্যাচে রোহিতরা এগিয়ে। যদিও, খাতায় কলমে বিচার করে এই ম্যাচ কেমন হবে তা বলা যায় না। ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই জিতবে।”

চার নম্বরে কে ব্যাট করবেন তা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে ভারতীয় ক্রিকেটে। ক্যাপ্টেন রোহিত শর্মা নিজেই এই বিতর্ক উস্কে দিয়েছেন। যদিও সৌরভ মনে করেন, চিন্তার কারণ নেই। তিনি বলেন, “চার নম্বরের জন্য অনেক বিকল্প রয়েছে। এটা রোহিত, আর দ্রাবিড় ঠিক করবে। আমি দলের সঙ্গে নেই তাই এই ব্যাপারে কিছু বলব না।”

এদিকে চোট কাটিয়ে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন যশপ্রীত বুমরাহ। তাঁর আগুন ঝরানো বোলিং ভারত-পাকিস্তান ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করছেন মহারাজ। এশিয়া কপের আগে আয়ারল্যান্ড সফরে তাঁর নেতৃত্বেই জয় পেয়েছে ভারতীয় দল। এই নিয়ে সৌরভ বলেন, “বুমরাহর বোলিং দেখার জন্য মুখিয়ে রয়েছি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরেই দারুণ বল করেছে।” সবশেষে ভারতীয় দলকে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শই দিচ্ছেন সৌরভ। নিজেও মনে করেন, ভারতীয় দল ভয়ডরহীন ক্রিকেট খেললে সাফল্য পেতে পারে।

আরও পড়ুন:অনুশীলনে চোট বিরাটের, পাকিস্তানের বিরুদ্ধে কী অনিশ্চিত কোহলি?

 

 

 

 

spot_img

Related articles

পরিচয় জানলে ব্যোমিকাকেও ছাড়তেন না! বিজেপির জাতিবিদ্বেষের পর্দাফাঁস সপা নেতার

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্ণেল সোফিয়া কুরেশি সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার জের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। তবে...

টুটু বোসের ইস্তফা নিয়ে শুক্রবারও সিদ্ধান্ত হল না

শুক্রবারের কার্যকরী সমিতির বৈঠকেও টুটু বোসের(Tutu Bose) ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এর আগে একটা...

কলকাতা পুলিশে ৮০০ হোমগার্ড নিয়োগ, ছাড়পত্র স্বরাষ্ট্র দফতরের

জরুরি ভিত্তিতে শুধুমাত্র কলকাতা পুলিশেই নিয়োগ হবে ৮০০ অস্থায়ী হোমগার্ড। সরকার বিদ্যাসাগর সেতুর দ্বিতীয় দফার  সংস্কার ও মেরামতির...

জন বার্লার মতো নেতা কেন দল ছাড়লেন ভেবে দেখুক বিজেপি: তোপ দিলীপের

গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আর তৃণমূলে যোগ দিয়েই বিরোধী...