Thursday, December 18, 2025

ডিগ্রি ও অস্থায়ী শংসাপত্রে আধার নম্বর নয়, বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ UGC’র

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়গুলির(University) তরফে পড়ুয়াদের যে সব ডিগ্রি ও অস্থায়ী শংসাপত্র দেওয়া হয় সেগুলিতে আধার নম্বর(Adhar Numbar) দেওয়া যাবে না। এই মর্মে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশে নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি(UGC)।

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাম্প্রতিক এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ইউজিস্যার প্রকাশিত বিবৃতিতে কোনও রাখঢাক না করে কর্তৃপক্ষ জানিয়েছে, আধার নম্বর প্রকাশ্যে থাকলে সংশ্লিষ্ট পড়ুয়ার সুরক্ষা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া, ভর্তির সময় ব্যবহৃত নথিগুলি যাচাইকরণের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। এবার তাতে নিষেধাজ্ঞা জারি করল ইউজিসি। এদিন ইউজিসি সচিব মনীশ যোশি জানান, “নিয়মানুযায়ী আধার নম্বরের অধিকারী কোনও অবস্থাতেই তাঁর কোনও ডেটাবেস বা রেকর্ড সম্বলিত তথ্য প্রকাশ করতে পারবে না। যদি না নম্বরটি যথাযথ উপায়ে তা সংশোধিত বা মুছে দেওয়া হয়।” তাঁর কথায়, ডিগ্রী এবং অস্থায়ী শংসাপত্রে আধার নম্বর ছাপানোর অনুমতি দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়গুলির উচিৎ কঠোরভাবে এই নিয়ম মেনে চলা।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে মার্কশিট এবং শংসাপত্রেও ছবি ও আধার নম্বর বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল ইউজিসি। এবার নিজের স্থান থেকে পিছিয়ে এল তাঁরা। কারণ হিসেবে মনে করা হচ্ছে, ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরকে বাধ্যতামূলক করেছে সরকার। যার জেরে সংবেদনশীল তথ্যের পাশাপাশি জালিয়াতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই কোনওরকম জালিয়াতি থেকে বাঁচতে আধার তথ্য গোপন রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে ইউজিসি।

spot_img

Related articles

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...