Thursday, August 28, 2025

ডার্বির পর আক্রান্ত লাল-হলুদ সমর্থকরা, মুখ‍্যমন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের

Date:

Share post:

গতকাল ছিল ডুরান্ড কাপ ফাইনাল। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট। এই ম‍্যাচে ১-০ গোলে জিতে ডুরান্ড চ‍্যাম্পিয়ন হয় মোহনবাগান। আর এই ম‍্যাচের পরই কাদাপাড়া এবং তৎসংলগ্ন কয়েকটি অঞ্চলে আক্রান্ত হন ইস্টবেঙ্গল সমর্থকরা। আর সেই নিয়ে আজ ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ডাকা হয় সাংবাদিক বৈঠক। যেখানে প্রতিটি ডার্বি ম্যাচের শেষে নির্দিষ্ট একটি অঞ্চলে সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন লাল-হলুদ কর্তারা। এছাড়াও সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয়, খুব শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এব্যাপারে জানানো হবে। এছাড়াও সাংবাদিক বৈঠকে জানান হয় আহত ইস্টবেঙ্গল সমর্থকদের চিকিৎসার খরচ দেবে ইস্টবেঙ্গল ক্লাব।

এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে ক্লাবের সহ-সচিব রূপক সাহা বলেন, “গতকাল ম্যাচ শেষে সমর্থকরা যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁদের উপরে ইট, লাঠি, রড নিয়ে হামলা চালানো হয়। জোর করে ক্লাবের জার্সি খুলে ছিঁড়ে ফেলা হয়। ক্লাবের পতাকার অসম্মান করা হয়। ম্যাটাডোর থেকে লোহার রড দিয়ে মারধর করা হয় সমর্থকদের। ছোঁড়া হয় কাচের বোতল। মহিলা সমর্থকদেরও আক্রমণ করা হয়।”

এরপর তিনি আরও বলেন,” এই বর্বরোচিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ইস্টবেঙ্গল। বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে ক্লাবের তরফে। কাদাপাড়া ও তৎসংলগ্ন অঞ্চলে আক্রান্ত হয়েছেন যাঁরা, তাঁদেরকে বুধবার ও বৃহস্পতিবার ক্লাবে আসার আহ্বান জানানো হয়েছে। তাঁদের আপৎকালীন চিকিৎসার সমস্ত দায়িত্ব ক্লাব বহন করবে। ”

ইস্টবেঙ্গলের তরফে আরও জানানো হয়, অতীতে ওই অঞ্চলের বিধায়ককে জানানো হয়েছিল। এছাড়াও ডার্বির আগেরদিন পুলিশকেও জানানো হয়েছিল। কিন্তু সেই পরম্পরা এখনও চলছে। ডার্বির পরে আক্রান্ত হচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

আরও পড়ুন:শহরে প্রজ্ঞানন্দ, পছন্দের খাবার থেকে ক্রিকেটার সব নিয়ে অকপট ভারতের তরুণ দাবাড়ু

 

 

 

 

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...