Sunday, November 16, 2025

আত্মপ্রেমী মোদির মুখে আমি আর আমি: প্রধানমন্ত্রীকে ‘প্রচারমন্ত্রী’ তোপ তৃণমূলের

Date:

Share post:

“আত্মপ্রেমী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) মুখে শুধু আমি আর আমি। এছাড়া আর কোনও বুলি নেই।” সম্প্রতি এক সাক্ষাৎকারের প্রধানমন্ত্রীর(Prime Minister) নিজের গুনগান গাওয়ার বহর দেখে তাঁকে এই ভাষাতেই আক্রমণ শানালো তৃণমূল(TMC)। শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রচারমন্ত্রী বলেও তোপ দাগা হল ঘাসফুল শিবিরের তরফে।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “২০১৪ সালে কেউই জানতেন না মোদিকে। তবুও তাঁরা আমাকে ভোটে জিতিয়েছিলেন বিরাট জনাদেশে। পরের দশ বছরে তাঁরা দেখতে পাচ্ছেন সর্বত্রই কমবেশি মোদি রয়েছে। সে চন্দ্রযান মিশন হোক কিংবা আমার সাম্প্রতিক আমেরিকা সফরে। এখন তাঁরা আমাকে ভাল করেই চেনেন। আমার সন্দেহ নেই মানুষ সঠিক নির্বাচনই করবেন।” এহেন বক্তব্যের পর তৃণমূলের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে মোদিকে কটাক্ষ করে লেখা হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় বিনোদন হল আত্মমগ্নতা, নিজের উন্নয়ন ও স্ব-চাটুকারিতা। আমরা বিভ্রান্ত, তিনি প্রধানমন্ত্রী না প্রচারমন্ত্রী?” এর পাশাপাশি সিনেমার পোস্টারের ধাঁচে একটি ছবিও পোস্ট করা হয় তৃণমূলের তরফে। যেখানে সিনেমার নামের জায়গায় লেখা, “I, ME, MYSELF” যেখানে সিনেমার প্রাপ্ত পুরস্কারের তালিকায় রয়েছে, ‘সেরা জুমলা পুরস্কার’, ‘সেরা পিআর পুরস্কার’ এবং ‘সেরা মিথ্যাচারিতার পুরস্কার’।

তাৎপর্যপূর্ণ ভাবে, দেশের নাম সরকারিভাবে ভারত করা হবে বলে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে। জি-২০ সম্মেলনে রাষ্ট্রপতির তরফে যে আমন্ত্রণপত্র তৈরি হয়েছে, সেখানে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র(President of India) পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’(President of Bharat)। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসরে নেমেছে ইন্ডিয়া জোটও। এই প্রেক্ষাপটে সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীর পরপর সাক্ষাৎকার আসলে মোদি ব্র্যান্ডের প্রচার বলেই মনে করছেন অনেকে।

spot_img

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...