Sunday, January 11, 2026

আত্মপ্রেমী মোদির মুখে আমি আর আমি: প্রধানমন্ত্রীকে ‘প্রচারমন্ত্রী’ তোপ তৃণমূলের

Date:

Share post:

“আত্মপ্রেমী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) মুখে শুধু আমি আর আমি। এছাড়া আর কোনও বুলি নেই।” সম্প্রতি এক সাক্ষাৎকারের প্রধানমন্ত্রীর(Prime Minister) নিজের গুনগান গাওয়ার বহর দেখে তাঁকে এই ভাষাতেই আক্রমণ শানালো তৃণমূল(TMC)। শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রচারমন্ত্রী বলেও তোপ দাগা হল ঘাসফুল শিবিরের তরফে।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “২০১৪ সালে কেউই জানতেন না মোদিকে। তবুও তাঁরা আমাকে ভোটে জিতিয়েছিলেন বিরাট জনাদেশে। পরের দশ বছরে তাঁরা দেখতে পাচ্ছেন সর্বত্রই কমবেশি মোদি রয়েছে। সে চন্দ্রযান মিশন হোক কিংবা আমার সাম্প্রতিক আমেরিকা সফরে। এখন তাঁরা আমাকে ভাল করেই চেনেন। আমার সন্দেহ নেই মানুষ সঠিক নির্বাচনই করবেন।” এহেন বক্তব্যের পর তৃণমূলের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে মোদিকে কটাক্ষ করে লেখা হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় বিনোদন হল আত্মমগ্নতা, নিজের উন্নয়ন ও স্ব-চাটুকারিতা। আমরা বিভ্রান্ত, তিনি প্রধানমন্ত্রী না প্রচারমন্ত্রী?” এর পাশাপাশি সিনেমার পোস্টারের ধাঁচে একটি ছবিও পোস্ট করা হয় তৃণমূলের তরফে। যেখানে সিনেমার নামের জায়গায় লেখা, “I, ME, MYSELF” যেখানে সিনেমার প্রাপ্ত পুরস্কারের তালিকায় রয়েছে, ‘সেরা জুমলা পুরস্কার’, ‘সেরা পিআর পুরস্কার’ এবং ‘সেরা মিথ্যাচারিতার পুরস্কার’।

তাৎপর্যপূর্ণ ভাবে, দেশের নাম সরকারিভাবে ভারত করা হবে বলে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে। জি-২০ সম্মেলনে রাষ্ট্রপতির তরফে যে আমন্ত্রণপত্র তৈরি হয়েছে, সেখানে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র(President of India) পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’(President of Bharat)। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসরে নেমেছে ইন্ডিয়া জোটও। এই প্রেক্ষাপটে সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীর পরপর সাক্ষাৎকার আসলে মোদি ব্র্যান্ডের প্রচার বলেই মনে করছেন অনেকে।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...