Sunday, August 24, 2025

কলকাতা লিগে পিয়ারলেসকে ১-০ গোলে হারাল মোহনবাগান

Date:

Share post:

কলকাতা লিগে পিয়ারলেসের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল মোহনবাগান। এই জয়ের ফলে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল রোহেনের। এই ম‍্যাচ হারলেই সুপার সিক্স থেকে দূরেই সরে যেত সবুজ-মেরুন ব্রিগেড।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় মোহনবাগান। তবে পিয়ারলেস অনেক বেশি রক্ষণাত্মক। আস্তে আস্তে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন। যার ফলে ম‍্যাচের ২২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। ম্যাচের ২২ মিনিটে দুরন্ত গোল করেন রোহেন। ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন তিনি। এরপর ম‍্যাচের ২৩ মিনিটে ফের সুযোগ চলে আসে বাগানের সামনে। রানার একটি দুর্দান্ত পাস থেকে শট নেন কিয়ান।তবে পিয়ারলেসের গোলরক্ষক সঞ্জয় বলটি দুরন্ত সেভ করেন! তা না হলে ২-০ এগিয়ে যেতে পারত মোহনবাগান। এরপর ২৬ মিনিটে ফের সহজ সুযোগ বাগানের সামনে। তবে রোহেন হেডে বলটি ঠিক মতো ধরতে পারেনি। প্রথমার্ধে পিয়ারলেসকে চাপেই রাখে বাগান ব্রিগেড। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে সবুজ-মেরুন।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে মোহনবাগান। ম‍্যাচের ৪৮ মিনিটে মোহনাবাগান প্রায় গোল করে ফেলেছিল। কিন্তু অল্পের জন্য সহজ সুযোগ নষ্ট করল তারা। ম‍্যাচের ৫৬ সুযোগ নষ্ট করেন কিয়ান নাসিরি। কিয়ান পিয়ারলেসের ফুটবলারকে আউট সাইড ডজ দিয়ে একটি শট নিয়েছিলেন। কিন্তু শটে সে ভাবে জোর ছিল না। পাল্টা আক্রমণে ঝাঁপায় পিয়ারলেস। তবে এরই মধ‍্যে আক্রমণে ওঠে মোহনবাগান। ৬৫ মিনিটে টাইসন বাগানের হয়ে আরও একটি সুযোগ পেয়েছিল। কিন্তু দুরন্ত সেভ করেন পিয়ারলেস গোলরক্ষক সঞ্জয়। টাইসনের শটটিও তিনি আটকে দিলেন। তিনকাঠির তলায় দাঁড়িয়ে সঞ্জয় এখনও পর্যন্ত গোলের ব্যবধান বাড়তে দেননি। এদিন ম‍্যাচে একাধিক সেভ করেন পিয়ারলেস গোলরক্ষক। তিনকাঠির তলায় দাঁড়িয়ে দুরন্ত তিনি। এরই মধ‍্যে আক্রমণে ঝাঁপায় পিয়ারলেস। সহজ সুযোগ নষ্ট করে তারা। ম‍্যাচের ৮৫ মিনিটে মোহনবাগানের কিপারের ভুলে গোল খেয়ে যাচ্ছিল সবুজ-মেরুন। কোনও মতে, আমনদীপ শুয়ে পড়ে বলটি ক্লিয়ার করেন। তবে ফাঁকা গোল পেয়েও পিয়ারলেস যে ভাবে সুযোগ নষ্ট করে। এদিকে এরপর আক্রমণে গিয়েও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান। ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন পিয়ারলেস গোলরক্ষক সঞ্জয়। সঞ্জয় যদি এদিন না থাকতেন, তবে স্কোরলাইন অন্য রকম হতে পারত। ব‍্যবধান বাড়িয়ে মাঠ ছাড়ত পারত মোহনবাগান।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে কেন বাদ শ্রেয়স? আসল কারণ জানালেন ভারত অধিনায়ক

 

 

 

 

 

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...