Saturday, January 10, 2026

BSF-এর অত্যা.চারের বিরো.ধিতায় এবার সরব বিজেপিই! বিপা.কে স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

সীমান্ত এলাকায় নজরদারির পরিবর্তে ক্রমশ অত্যাচারের মাত্রা বাড়াচ্ছে বিএসএফ (BSF)। অমিত শাহের (Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সীমান্ত রক্ষী বাহিনীর কাজের বিরুদ্ধে শুধু তৃণমূল সরব হয় বলে কটাক্ষ করতেন বঙ্গের বিজেপি (BJP )নেতৃত্ব। এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) জেলা কোচবিহারেই উলটপুরাণ! বিএসএফের (BSF )‘বাড়বাড়ন্ত’ নিয়ে সরব বিজেপির (BJP) পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যেরা।

সরকারি কাজের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের গুরুত্ব বাড়াল কেন্দ্র!

কোচবিহারের দিনহাটা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন নিশীথ। স্বরাষ্ট্র মন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব যার কাঁধে সেই মন্ত্রীর নিজের জেলাতেই একগুচ্ছ অভিযোগ।মেখলিগঞ্জ সীমান্তের বাগডোকরা-ফুলকাডাবরী গ্রাম পঞ্চায়েতের চারুবাগান এলাকার বাসিন্দা দীপ্তি রায় ডাকুয়া বলছেন বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দানের গরু নিয়ে যাওয়ার সময় বিএসএফ বাধা দেয়। অকাট্য যুক্তি দিয়ে অযথা হেনস্থা করা হয় পাশাপাশি গরুটিকে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ সীমান্ত রক্ষী বাহিনী বিরুদ্ধে। এমনকি গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের গুলি করে মেরে ফেলার হুমকিও দেন বিএসএফের জওয়ানরা বলেই গ্রামবাসীদের অভিযোগ। পাশাপাশি দীপ্তি নামের মহিলাকে যথেষ্ট হেনস্থাও করা হয়।প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মেখলিগঞ্জ-ধাপরাগামী রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। এই বিষয়টি মেখলিগঞ্জের বিডিওকে জানানো হয়। স্থানীয় বিজেপি নেতারাও বিএসএফের অত্যাচারের কথা কার্যত স্বীকার করে নিয়ে জানিয়েছেন যে সীমান্ত রক্ষী বাহিনী কখনোই তাদের সঙ্গে সহযোগিতা করে না উপরন্ত অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজের জেলা সামলাতে পারেন না তিনি কী করে তৃণমূল সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...