Sunday, August 24, 2025

স্পেনের পর্ব সেরে এবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী, দু’দিনের ঠাসা কর্মসূচি

Date:

Share post:

 


কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বাংলায় বিনিয়োগ টানতে স্পেনে(Spain) ৯ দিনের ঠাসা কর্মসূচি সেরে এবার দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে বার্সোলানো থেকে মরু শহর দুবাই(Dubai) পৌঁছলেন তিনি। দু’দিনের এই দুবাই সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর(Chief Minister)।

দুবাইয়ে দু’দিনের এই সফরে বৃহস্পতিবার দুবাইয়ের ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড ’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যাবে বাংলার প্রতিনিধি দল। যার নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড’ দুবাইয়ের শিল্প ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল থেকে সরাসরি গোটা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সঙ্গে বাণিজ্য চলে। আবার ‘জেবেল আলি বন্দর’ দুবাইয়ের গভীর সমুদ্র বন্দর। রাজ্যের তাজপুরকে গভীর সমুদ্র বন্দর হিসেবে গড়ে তুলতে চাইছে নবান্ন। সেদিকে নজর রেখে দুবাইয়ের এই বন্দরের পরিকাঠামো খতিয়ে দেখবে বাংলার প্রতিনিধি দল। এবং সেই অভিজ্ঞতাকে বাংলায় কীভাবে কাজে লাগানো যায় তা পর্যালোচনা করা হবে।

এরপর শুক্রবার স্পেনের মতোই দুবাইতে হবে শিল্প সম্মেলন। সেখানে অন্যান্য শিল্পসংস্থাগুলির পাশাপাশি লু লু গ্রুপের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। লুলু রিটেল ব্যবসায় দুবাইয়ের সিংহভাগ ও আবুধাবি তো বটেই, বিশ্বের নানা প্রান্তে বড় বড় শপিং মল, হোটেল তৈরি করেছে। পাশাপাশি ম্যানুফ্যাকচারিং ইউনিট ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও ব্যাপক বিনিয়োগ করে। বাংলায় হোটেল-শপিং মল ছাড়াও বড় আকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পতালুক গড়তে প্রাথমিকভাবে আগ্রহী। এছাড়াও এই বাণিজ্য সম্মেলনে দুবাইতে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন ও তাঁদের সঙ্গে নৈশভোজ করবেন মুখ্যমন্ত্রী। স্পেনের পর এবার দুবাইয়ের পুঁজিপতিদের বাংলায় লগ্নিতে আগ্রহী করে তোলাই লক্ষ্য মুখ্যমন্ত্রী ও বাংলার প্রতিনিধি দলের।

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...