Monday, May 5, 2025

মহিলা সংরক্ষণ বিল পাশেও ‘রাজনীতি’ দেখছেন মোদি, পাল্টা তোপ বিরোধীদের

Date:

Share post:

লোকসভা এবং রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাশে সমর্থন জানায় বিরোধীরা। ফলে দুটো কক্ষেই পাশ হয়ে যায় এই বিল। এর পরেই বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর কথায়, লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই পদক্ষেপ। বিরোধীদের পাল্টা বিজেপি সরকারকেই ভোটর রাজনীতির তাস খেলার অভিযোগে নিশানা করেছে বিরোধীরা।

কৃতিত্ব নিতে রেলের উদ্বোধনের মঞ্চেও প্রধানমন্ত্রী মোদির বক্তব্যে উঠে আসে সংসদের বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গ। তিনি বলেন, “আমাদের মহিলাদের নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনার প্রশংসা সারা বিশ্বে। তাকে আরও জোরদার করতে সংসদে আনা হয়েছে নারী শক্তি বন্দন বা মহিলা সংরক্ষণ আইন।” বিলটি পাশের ক্ষেত্রে বিরোধীদের সমর্থনেও রাজনীতি দেখছে মোদি সরকার। প্রধানমন্ত্রীর (Narendra Modi) কথায়, ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বিরোধীদের। বলেন, ‘‘তিন দশক বিলটি ধরে আটকে ছিল। ওই বিলটির যাঁরা এক সময়ে নিরন্তর বিরোধিতা করে এসেছিলেন, আজ তাঁরাও এর সমর্থনে সংসদের উভয় কক্ষে এগিয়ে আসতে বাধ্য হয়েছেন। সব রাজনৈতিক দল আজ আপনাদের ভয়ে ভীত। তাই ওই বিল পাশ হয়েছে।’’

পাল্টা অবিজেপি দলগুলির মত, ক্রমে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজেপি (BJP) । রাজ্যের আঞ্চলিকদলগুলির উত্থান এবং নির্বাচনের ফলই তার প্রমাণ। ফলে মহিলা ভোটারদের পাশে টানতেই তড়িঘড়ি বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ বিল পাশ করাল মোদি সরকার। মহিলা ভোটারেরা যদি তাদের পাশে না থাকে তাহলে কোনও ভাবেই তৃতীয় বার ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। সেই কারণে এই তৎপরতা।

 

 

 

spot_img
spot_img

Related articles

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...