Thursday, January 29, 2026

রেল কোয়ার্টার্সে বসেই ছক কষেছিল ডাকা.তদল! খড়্গপুরের ঘটনায় জানালেন এসপি

Date:

Share post:

খড়্গপুরের সোনার দোকানে ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সকলেই ভিনরাজ্যের। তাঁরা গত দু’দিন ধরে খড়্গপুরে পরিত্যক্ত রেল কোয়ার্টার্সে ছিলেন। সেখানে বসেই গোটা ডাকাতির ছক কষেন। গোটা এলাকা রেইকি করে শুক্রবার খড়্গপুর টাউন থানার গোলবাজারের ওই সোনার দোকানে ডাকাতি করেন। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার।পাশাপাশি তিনি বলেন, কীভাবে ওই ডাকাতদলের পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃযা ঘটেছিল আজকের দিনে দেখে নিন একনজরে

পুলিশ সুপার জানান, খড়্গপুরের রেলের পরিত্যক্ত একটি কোয়ার্টারে বসে ডাকাতির ছক কষেছিল ডাকাতদল। ধৃত পাঁচজনই ভিনরাজ্যের তবে তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ। এসপির দাবি, ঝাড়গ্রাম পুলিশ জেলার গোপীবল্লভপুরের বেলিয়াবেড়া থানার রান্টুয়া এলাকা থেকে শুক্রবার বিকেলে ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, একটি ছুরি, বেশ কয়েকটি মোবাইল ফোন এবং একটি গাড়ি আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, খড়্গপুর শহর থেকে ঝাড়খণ্ডের রাস্তা ধরে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ঝাড়গ্রামের চিচিরা পোস্টে নাকা চেকিংয়ে ধাক্কা মেরে ডাকাতদের গাড়িটি বেরিয়ে যায়। এর পর তাঁরা গাড়ি ঘুরিয়ে নেন ওড়িশার দিকের রাস্তায়। ধৃতিমানের কথায়, ‘‘রান্টুয়া এলাকায় রাস্তার উপর গাড়ি রেখে জামা-প্যান্ট খুলে ধানের খেতে ওরা হামাগুড়ি দিচ্ছিল। ড্রোন দিয়ে নজরদারি চালিয়ে ওই পাঁচ জনকে ধরা হয়েছে।’’ পুলিশ সুপার আরও দাবি করেছেন, খড়গপুরে রেলের পরিত্যক্ত কোয়ার্টারগুলিতে বহিরাগতদের উপরে নজরদারি চালানো হচ্ছে, যাতে অবাঞ্ছিত লোকজন এসে কোনও খারাপ কাজ করতে না পারে। সোনার দোকানে সিসি ক্যামেরা বসানো ছাড়াও তিনি সশস্ত্র পাহারার ব্যবস্থা রাখার পরামর্শও দেন। শুক্রবার রাতে খড়্গপুর টাউন থানায় সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার। ধৃতদের শনিবার আদালতে হাজির করানো হবে।

 

spot_img

Related articles

ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও

SIR শুনানিতে ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত। মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা , রহিম নবি, মেহতাব হোসের পর SIR শুনানিতে ডাক...

ইউজিসির ‘বিতর্কিত’ নিয়মে স্থগিতাদেশ! কেন্দ্রের মনোভাব নিয়ে প্রশ্ন ব্রাত্যর 

নতুন বিধি সমাজে ‘বৈষম্য’ সৃষ্টি করতে পারে', ইউজিসি-র নতুন কয়েকটি নিয়মকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার...

জানুয়ারিতেই দামে রেকর্ড: ১ লক্ষ ৮২ হাজার ছাড়াল সোনা, রুপো ৪ লক্ষ টাকা পার!

নতুন বছরের শুরু থেকেই সোনা (Gold) ও রুপোর (Silver) দাম আকাশছোঁয়া। জানুয়ারি মাস শেষের দিকে এই দুই ধাতুর...

মাধ্যমিকের সময় সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রণে নয়া নিয়ম কলকাতা পুলিশের

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। রাজ্য জুড়ে স্কুলগুলিতে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।...