ফের সোনা ভারতের ঝুলিতে, স্কোয়াশ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল টিম ইন্ডিয়া

এদিন সোনা জিতলেও শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে পাকিস্তানের ইকবাল নাসিরের কাছে ০-৩ সেটে হেরে যান ভারতের মহেশ মানগাঁওকর।

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও ভারতের জয় জয়কার। মিক্সড ডবলসে সোনার পর ফের সোনার পদক ভারতের ঝুলিতে। পুরুষদের দলগত স্কোয়াশ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল টিম ইন্ডিয়া। ভারতকে সোনা এনে দিলেন সৌরভ ঘোষাল, এম মহেশ এবং অভয় সিংরা।

এদিন সোনা জিতলেও শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে পাকিস্তানের ইকবাল নাসিরের কাছে ০-৩ সেটে হেরে যান ভারতের মহেশ মানগাঁওকর। দ্বিতীয় ম্যাচ জিতে ভারতকে সমতায় ফেরান সৌরভ ঘোষাল, তিনি ৩-০ সেটে হারান পাকিস্তানের আসিম মোহাম্মদ খানকে। ১-১ অবস্থায় তৃতীয় ম্যাচে মুখোমুখি হন ভারতের অভয় সিং এবং পাকিস্তানের নুর জামান। শেষ পর্যন্ত তিনি ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে ভারতের দশম সোনা নিশ্চিত করেন অভয়। তৃতীয় ম্যাচে সবকিছু উজাড় করে দেন অভয় সিং।

এদিকে মিক্সড ডবলসে সোনা জয় রোহন বোপান্না এবং রুতুজা ভোসলের। শুক্রবার পুরুষ ডবলসে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে শনিবার রোহন বোপান্না এবং রুতুজার হাত ধরে মিক্সড ডবলসে সোনা জিতল টিম ইন্ডিয়া। ফাইনালে বোপান্না-রুতুজা জুটি হারাল চাইনিজ তাইপেই জুটি লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াংকে। ম‍্যাচের ফলাফল ২-৬, ৬-৩, ১০-৪। এছাড়াও শনিবার পদক এল শুটিংয় থেকেও। এবারের গেমসে শুটিং থেকে ১৯টি পদক জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিং এবং দিব্যা থারিগল।

আরও পড়ুন:এশিয়ান গেমসে ফের সোনা, মিক্সড ডবলসে সোনা জয় রোহন বোপান্না এবং রুতুজা ভোসলের