Thursday, August 21, 2025

পাক গু.প্তচর সংস্থার শীর্ষপদে দাউদ! নতুন কোনও ছকের পরিকল্পনা?

Date:

Share post:

সাম্মানিক পদের নামে ফের নতুন করে পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (ISI)-এর শীর্ষস্থানীয় পদে বসানো হচ্ছে দাউদ ইব্রাহিমকে (Daood Ibrahim)। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সহকারী ডিরেক্টর জেনারেল (Additional Director General) হিসাবে দায়িত্ব পেতে চলেছে দাউদ। জানা গিয়েছে, পাকিস্তানের গুপ্তচর ব্যবস্থায় দাউদের অবদানের জন্য এই বিশেষ সম্মান দেওয়া হচ্ছে তাঁকে। আর এমন খবর সামনে আসতেই তুমুল হইচই পড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাক গুপ্তচর সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তবে কী কোনও নতুন ছক কষার অপেক্ষায় এই দাগী অপরাধী? তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে।

ওই সংস্থার রিপোর্টে আরও দাবি করা হয়েছে, সাম্মানিক পদের নামে নতুন করে পাক গুপ্তচর সংস্থায় দাউদের যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা। ভারত থেকে পলাতক ৬৮ বছরের কুখ্যাত এই জঙ্গির গোপনে আইএসআইয়ের সঙ্গে আগে থেকেই প্রত্যক্ষভাবে যোগাযোগ ছিল। অবশেষে সেই জল্পনা সত্যি করে একেবারে ঢাকঢোল পিটিয়ে ঘোষিত ভাবে পাক গুপ্তচর  সংস্থায় সাম্মানিক পদ পেতে চলেছেন দাউদ।

মুম্বইয়ের পুলিশ কনস্টেবলের পুত্র দাউদ আশির দশকে ভারত থেকে দুবাই পালিয়ে যান। এরপরই ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে ওঠে। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে যে ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিলেন দাউদই। জানা যায় পাকিস্তানে বসেই এই হামলার মাস্টার প্ল্যান সাজিয়েছিলেন তিনি। আমেরিকা থেকে শুরু করে রাষ্ট্রপুঞ্জ, সবার তালিকাতেই ব্ল্যাকলিস্টেড বিশ্বমানের এই জঙ্গি দাউদ। তবে এবার আনুষ্ঠানিকভাবে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দাউদ ফের নতুন কোনও ছক কষেন কী না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

 

 

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...