বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে অভিষেক

নিয়োগ মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইডির হাজিরা এড়ানোর আবেদনও ডিভিশন বেঞ্চে জানিয়েছেন তিনি। হাইকোর্ট মামলা দায়েরের অনুমতি দিয়েছে । আজ দুপুর সাড়ে ১২টায় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

আরও পড়ুনঃ অনুরাগকে চ্যালেঞ্জ ছু.ড়ে অভিষেকের মন্তব্য, সিবিআই তদন্ত হোক
নিয়োগ মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। কিন্তু দলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযাঊঈ তিনি আপাতত দিল্লিতে। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এদিকে বিচারপতির সিনহার নির্দেশ ছিল, কোনওভাবেই যেন তদন্তের গতি শ্লথ না হয়। তার জন্য যে কোনও পদক্ষেপ করতে পারবে ইডি। এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে গেলেন অভিষেক।
অভিষেকের আইনজীবী জানিয়েছেন,যে মামলায় বিচারপতি সিনহা ইডি কে অভিষেক এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন, তার সঙ্গে সরাসরি যুক্ত নন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতির নির্দেশ অভিষেকের অধিকার এবং স্বার্থকে সরাসরি প্রভাবিত করছে। তাঁর আরও বক্তব্য, তদন্তকারী সংস্থার তদন্তপ্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছেন বিচারপতি। তিনি অভিষেক এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইডি পদক্ষেপ না করলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের হুমকিও দিয়েছেন।