Thursday, November 13, 2025

মণিপুরে হিংসার ৫ মাস, প্রধানমন্ত্রী মোদিকে ৪ প্রশ্নে বিঁধল কংগ্রেস

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) মণিপুর(Manipur ) এবং সেখানকার জনগণকে “সম্পূর্ণরূপে পরিত্যাগ” করেছেন। বুধবার মণিপুরে জাতিগত হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এমনই অভিযোগ করল কংগ্রেস(Congress)। কংগ্রেস নেতা জয়রাম রমেশ(Jai Ram Ramesh) এক বিবৃতিতে বলেন, “এর আগে কখনও কোনও প্রধানমন্ত্রী এভাবে একটি রাজ্য এবং তার সমগ্র জনগণকে এভাবে পরিত্যাগ করেননি। বিজেপি এই রাজ্যে জয়লাভের প্রায় ১৫ মাস পর মণিপুরে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এটা প্রমাণ করে বিজেপি সরকারের নীতি এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকারগুলি কতটা জঘন্য।”

উল্লেখ্য, গত ৩ মে মণিপুরে প্রথম সংঘর্ষ শুরু হয়। হিংসা দ্রুত রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। ধাপে ধাপে জাতিগত হিংসা গুরুতর আকার ধারণ করে। তারপর থেকে রাজ্যে কমপক্ষে ১৭৫ জন মারা গেছে এবং ৫০,০০০ জনেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন। রমেশ এদিন অভিযোগ করেন, মণিপুরের হিংসা “তথাকথিত ডাবল ইঞ্জিন সরকারের বিভাজনের রাজনীতির কারণে শুরু হয়েছে।” কংগ্রেস নেতা বলেন, রাজ্য এবং কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সরকারগুলি উপহাসের পাত্র হয়ে উঠেছে।

তিনি বলেন, “আসলে, বিষয়গুলি খারাপ থেকে অতি খারাপে পরিণত হয়েছে। সামাজিক সম্প্রীতি সম্পূর্ণ ভেঙে গেছে। হিংসা অপরাধের ভয়ঙ্কর বিবরণ প্রতিদিনই উঠে আসছে। হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে ত্রাণ শিবিরে যাচ্ছে। সশস্ত্র বাহিনী এবং রাজ্য পুলিশের মধ্যে সংঘর্ষ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।” জয়রাম রমেশ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান, “প্রধানমন্ত্রী শেষ কবে মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন? প্রধানমন্ত্রী শেষ কবে মণিপুরের বিজেপি বিধায়কদের সাথে দেখা করেছিলেন? শেষ কবে প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে সে রাজ্যের মন্ত্রিপরিষদের সাথে আলোচনা করেছিলেন?

spot_img

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...