জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য পেল ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। বুধবার কুলগামে পুলিশ এবং সেনার গুলিতে নিহত দুই জঙ্গি। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছে সেনা। সেই হিসেবে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।

বুধবার ভোর থেকে কুজ্জর এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। ওই সময়েই জঙ্গিরা গুলি ছোড়ে। তার পাল্টা জবাবও দেয় নিরাপত্তা বাহিনী। তখনই নিহত হয় ওই দুই সন্ত্রাসবাদী। তবে মৃত দুই জঙ্গির পরিচয় এখনও অজানা। তবে সেনার প্রাথমিক অনুমান, তারা পাক অধিকৃত কাশ্মীর থেকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ করেছিল।

আরও পড়ুন- ‘কোয়ান্টাম ডট’ আবিষ্কার, রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
