Thursday, August 21, 2025

ফের আদালতে মুখ পু.ড়ল ED-র, যখন তখন অভিষেককে সমন নয়, নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

কলকাতা আদালতে (Calcutta High court) ফের মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। তথ্য যাচাই না করে কেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সমন পাঠানো হচ্ছে তা নিয়ে এদিন ইডির আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে গত মঙ্গলবার ডেকে পাঠিয়েছিল ইডি (ED)। পরে কলকাতা হাই কোর্টের (Calcutta High court) বিচারপতি সিনহার একক বেঞ্চ বলে মঙ্গলবার তদন্ত প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় তার ব্যবস্থা করতে হবে। কিন্তু বারবার অভিষেকের ঘোষিত কর্মসূচির মাঝেই কেন্দ্রীয় সংস্থার তলব নিয়ে রাজনৈতিক মহলের চর্চার মুখে পড়েছে ইডি। এরপরই সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক (Abhishek Banerjee)। আজ সেই মামলার শুনানিতে কার্যত এদিকে ভর্ৎসনা করল আদালত। স্পষ্টভাবেই জানিয়ে দিল পুজোর মধ্যে কোনভাবেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করা যাবে না। শুধু তাই নয় আদালতের পর্যবেক্ষণে এদিন বলা হয় যে অভিষেকের পাঠানো নথি দেখে যদি সন্তুষ্ট না হয় ED তবেই তাঁকে ডাকতে পারবেন, নচেৎ নয়। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তি মামলায় ইডিকে নথি পেশের সময়সীমা একেবারে নির্দিষ্ট করে বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। আদালতের পর্যবেক্ষণে এটাও বলা হয় ডাকতে হলে কমপক্ষে ৪৮ ঘণ্টা সময় দিতেই হবে। এখানেই শেষ নয় , গত ১৯ মাস ধরে তদন্তে অনেক কিছুই বের করতে পারেনি ইডি, এদিন এমনই মন্তব্যও করেন বিচারপতি। এরপর বিচারপতিদের নির্দেশ, ৩১ ডিসেম্বরের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে।

ডিভিশন বেঞ্চ এদিন বলে, আগামী ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে সব নথি ইডির কাছে দিতে হবে। কোনও নথি জমা দিতে না পারলে ইডির সঙ্গে আলোচনা করতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি কোন নথিতে সন্তুষ্ট না হয় তবেই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে পারবেন। তবে সমন পাঠাতে হলে পুজোর আগে অর্থাৎ ১৯ অক্টোবরের আগে বা পুজোর পরে অর্থাৎ ২৬ অক্টোবরের পরে পাঠাতে হবে। নথি যাচাই না করে বা অন্য কোন কিছু দ্বারা প্রভাবিত হয়ে বারবার অভিষেককে ডাকা যাবে না। বৃহস্পতিবার ইডির বক্তব্য শোনার পরই মামলাটির শুনানি শেষ হয় ডিভিশন বেঞ্চে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...