“সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ কোথায়?” আবগারি মামলায় সুপ্রিমকোর্টে ভর্ৎসিত ইডি

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসিত হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। বৃহস্পতিবার শীর্ষ আদালতে(Supreme Court) মণীশ সিসোদিয়া(Manish Sisodia) জামিন মামলার শুনানিতে ইডিকে কড়া সুরে বিচারপতি জানালেন, “আপনাদের মামলা ২ মিনিটে শেষ হয়ে যাবে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ প্রমাণ কই?” বিচারপতি আরও বলেন, এখনও পর্যন্ত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোরাল প্রমাণ পেশ করতে পারেনি তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাস থেকে আবগারি মামলায় জেলবন্দি মণীশ সিসোদিয়া। যদিও আবগারি কেলেঙ্কারি থেকে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যে আর্থিকভাবে লাভবান হয়েছেন তার যথাযথ প্রমাণ এখনও পেশ করতে পারেনি ইডি। যার জেরেই এবার সুপ্রিম তোপের মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি ইডি।

শীর্ষ আদালতে এদিন সিসোদিয়ার জামিন মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এস ভি এন ভাট্টি ইডির উদ্দেশ্যে প্রশ্ন করেন, “প্রমাণ কোথায়? অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রমাণ কই? অভিযোগ আনলে তার প্রত্যেকটা ঘটনা প্রমাণ-সহ পেশ করতে হবে।” একইসঙ্গে জানানো হয়, আর্থিক তছরুপের মামলায় সিসোদিয়াকে আপাতভাবে দোষী মনে করা যাচ্ছে না। বিচারপতি আরও বলেন, “আপনারা(ইডি) দাবি করছেন দুই ধাপে ১০০ কোটি ও ৩০ কোটি টাকা এসেছে মণীশ সিসোদিয়ার হাতে। কিন্তু সেই অর্থ কে দিল? অনেক জায়গা থেকেই টাকা আসতে পারে, সেটা যে আবগারি দুর্নীতি থেকেই এসেছে তার কী প্রমাণ? এই মামলায় অন্যতম অভিযুক্ত দীনেশ আরোরার বয়ান ছাড়া আর কোনও প্রমাণ কি আপনারা দিতে পেরেছেন? তাহলে কোন যুক্তিতে তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনা হল?” তবে এই মামলায় ইডি এদিন সুপ্রিম তোপের মুখে পড়লেও জামিন অধরাই থেকেছে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১২ অক্টোবর।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। যদিও তাঁর গ্রেফতারি পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করে সিসোদিয়ার পাশে দাঁড়িয়েছে অবিজেপি প্রায় সব রাজনৈতিক দল। আপের স্পষ্ট অভিযোগ, নির্বাচনী লড়াইয়ে হেরে দিল্লির নির্বাচিত সরকারের বিরুদ্ধে এজেন্সি অস্ত্র ব্যবহার করছে মোদির সরকার। এরই মাঝে বুধবার আবগারি মামলায় গ্রেফতার করা হয়েছে আপ সাংসদ সঞ্জয় সিংকে। এরপরই বৃহস্পতিবার সুপ্রিম তোপের মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি ইডি।