Friday, August 22, 2025

“সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ কোথায়?” আবগারি মামলায় সুপ্রিমকোর্টে ভর্ৎসিত ইডি

Date:

Share post:

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসিত হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। বৃহস্পতিবার শীর্ষ আদালতে(Supreme Court) মণীশ সিসোদিয়া(Manish Sisodia) জামিন মামলার শুনানিতে ইডিকে কড়া সুরে বিচারপতি জানালেন, “আপনাদের মামলা ২ মিনিটে শেষ হয়ে যাবে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ প্রমাণ কই?” বিচারপতি আরও বলেন, এখনও পর্যন্ত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোরাল প্রমাণ পেশ করতে পারেনি তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাস থেকে আবগারি মামলায় জেলবন্দি মণীশ সিসোদিয়া। যদিও আবগারি কেলেঙ্কারি থেকে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যে আর্থিকভাবে লাভবান হয়েছেন তার যথাযথ প্রমাণ এখনও পেশ করতে পারেনি ইডি। যার জেরেই এবার সুপ্রিম তোপের মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি ইডি।

শীর্ষ আদালতে এদিন সিসোদিয়ার জামিন মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এস ভি এন ভাট্টি ইডির উদ্দেশ্যে প্রশ্ন করেন, “প্রমাণ কোথায়? অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রমাণ কই? অভিযোগ আনলে তার প্রত্যেকটা ঘটনা প্রমাণ-সহ পেশ করতে হবে।” একইসঙ্গে জানানো হয়, আর্থিক তছরুপের মামলায় সিসোদিয়াকে আপাতভাবে দোষী মনে করা যাচ্ছে না। বিচারপতি আরও বলেন, “আপনারা(ইডি) দাবি করছেন দুই ধাপে ১০০ কোটি ও ৩০ কোটি টাকা এসেছে মণীশ সিসোদিয়ার হাতে। কিন্তু সেই অর্থ কে দিল? অনেক জায়গা থেকেই টাকা আসতে পারে, সেটা যে আবগারি দুর্নীতি থেকেই এসেছে তার কী প্রমাণ? এই মামলায় অন্যতম অভিযুক্ত দীনেশ আরোরার বয়ান ছাড়া আর কোনও প্রমাণ কি আপনারা দিতে পেরেছেন? তাহলে কোন যুক্তিতে তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনা হল?” তবে এই মামলায় ইডি এদিন সুপ্রিম তোপের মুখে পড়লেও জামিন অধরাই থেকেছে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১২ অক্টোবর।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। যদিও তাঁর গ্রেফতারি পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করে সিসোদিয়ার পাশে দাঁড়িয়েছে অবিজেপি প্রায় সব রাজনৈতিক দল। আপের স্পষ্ট অভিযোগ, নির্বাচনী লড়াইয়ে হেরে দিল্লির নির্বাচিত সরকারের বিরুদ্ধে এজেন্সি অস্ত্র ব্যবহার করছে মোদির সরকার। এরই মাঝে বুধবার আবগারি মামলায় গ্রেফতার করা হয়েছে আপ সাংসদ সঞ্জয় সিংকে। এরপরই বৃহস্পতিবার সুপ্রিম তোপের মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি ইডি।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...