Wednesday, January 14, 2026

রাজভবন অভিযানের ধরনা মঞ্চে কাকলির নি.শানায় রাজ্যপাল

Date:

Share post:

দুদিন আগেই ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে অবস্থান কর্মসূচি করেছিল তৃণমূল।সেখানে পুলিশি হেনস্থার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বঞ্চিত মানুষের লক্ষাধিক চিঠি নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে তারা সাক্ষাত করবেন।সেই অনুযায়ী বৃহস্পতিবার তৃণমূলের রাজভবন অভিযানে কর্মী-সমর্থকদের ঢল। তবে, রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহুর্তে কলকাতায় নেই। তিনি রয়েছেন দিল্লিতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যায় ঘোষণা করেন, রাজ্যপাল যতক্ষণ না তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন ততক্ষণ ধরনা চলবে।এই পরিস্থিতিতে ধমনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ  কাকলি ঘোষ দস্তিদার বলেন, যে ভারত সরকারের অধীনে পঞ্চায়েত ও  গ্রামোন্নয়ন দফতর বাংলার ২০ লক্ষ গরিব খেটে খাওয়া মানুষের পাওনা টাকা আটকে দিচ্ছে। যাঁদের মধ্যে আড়াই হাজার মানুষ দিল্লি গিয়েছিলেন হকের টাকা আদায়ে। আর দিল্লির বিজেপি সরকার বলছে এঁরা নাকি ভুয়ো। এই গরিব মানুষের টাকা দিয়ে নতুন সংসদ ভবনের নামে ফাইভ স্টার হোটেল বানিয়েছে।

আবাস যোজনার টাকা দেয়নি। মাটির দেওয়াল চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে। তাদের পরিবারকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করেছে। আমাদের আন্দোলন চলবে। ভারতবর্ষে মহাত্মা গান্ধীর পরে সবচেয়ে বেশি কেউ যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের স্বার্থে আন্দোলন করছে।এই রাজ্যপালকে ধিক্কার জানাই। যিনি রাজপ্রাসাদে থেকে বাংলাকে বিপাকে ফেলতে ফন্দি করেন। এমন রাজ্যপাল আমরা চাই না, যিনি গরিব মানুষের বিরুদ্ধে চক্রান্ত করে।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...