Sunday, August 24, 2025

রাজভবন অভিযানের ধরনা মঞ্চে কাকলির নি.শানায় রাজ্যপাল

Date:

Share post:

দুদিন আগেই ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে অবস্থান কর্মসূচি করেছিল তৃণমূল।সেখানে পুলিশি হেনস্থার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বঞ্চিত মানুষের লক্ষাধিক চিঠি নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে তারা সাক্ষাত করবেন।সেই অনুযায়ী বৃহস্পতিবার তৃণমূলের রাজভবন অভিযানে কর্মী-সমর্থকদের ঢল। তবে, রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহুর্তে কলকাতায় নেই। তিনি রয়েছেন দিল্লিতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যায় ঘোষণা করেন, রাজ্যপাল যতক্ষণ না তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন ততক্ষণ ধরনা চলবে।এই পরিস্থিতিতে ধমনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ  কাকলি ঘোষ দস্তিদার বলেন, যে ভারত সরকারের অধীনে পঞ্চায়েত ও  গ্রামোন্নয়ন দফতর বাংলার ২০ লক্ষ গরিব খেটে খাওয়া মানুষের পাওনা টাকা আটকে দিচ্ছে। যাঁদের মধ্যে আড়াই হাজার মানুষ দিল্লি গিয়েছিলেন হকের টাকা আদায়ে। আর দিল্লির বিজেপি সরকার বলছে এঁরা নাকি ভুয়ো। এই গরিব মানুষের টাকা দিয়ে নতুন সংসদ ভবনের নামে ফাইভ স্টার হোটেল বানিয়েছে।

আবাস যোজনার টাকা দেয়নি। মাটির দেওয়াল চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে। তাদের পরিবারকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করেছে। আমাদের আন্দোলন চলবে। ভারতবর্ষে মহাত্মা গান্ধীর পরে সবচেয়ে বেশি কেউ যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের স্বার্থে আন্দোলন করছে।এই রাজ্যপালকে ধিক্কার জানাই। যিনি রাজপ্রাসাদে থেকে বাংলাকে বিপাকে ফেলতে ফন্দি করেন। এমন রাজ্যপাল আমরা চাই না, যিনি গরিব মানুষের বিরুদ্ধে চক্রান্ত করে।

spot_img

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...