শান্তিপুরে শু.ট আউট! তোলা দিতে অস্বীকার করায় সস্ত্রীক ব্যবসায়ীকে মা.রধর

প্রতীকী

নদিয়ার ( Nadia ) শান্তিপুরে ( Shantipur ) দুষ্কৃতীদের দাবি না মানার খেসারত দিতে হল ব্যবসায়ী দম্পতিকে। দু’ দফায় বস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা তোলা আদায়, তৃতীয়বার আরও ১০ হাজার টাকা তোলা দাবি, দিতে অস্বীকার করায় গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।বেগতিক বুঝে প্রাণভয়ে পালিয়ে যান ব্যবসায়ী। অভিযোগ, স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর করা হয়, এমনকি তাঁর গলার চেন টেনে খুলে নেওয়া হয়। অভিযুক্তরা এখনও অধরা।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাত দুটো নাগাদ শান্তিপুরের চৌধুরী বের লেনে এই ঘটনা ঘটে। বস্ত্র ব্যবসায়ী কেনারাম রক্ষিতের অভিযোগ, ওই এলাকার কয়েকজন দুষ্কৃতী তাঁর কাছে ১০ হাজার টাকা তোলা চায়। এর আগেও ভয় দেখিয়ে পাঁচ হাজার করে দু’বার তোলা আদায় করেছে। নতুন করে তোলা চাইতে গেলে ব্যবসায়ী তা দিতে অস্বীকার করেন। তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপর তার গলা থেকে সোনার হার ছিনিয়ে নেওয়া হয়। চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হলে বেগতিক বুঝে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সেই সময় রাস্তা ফাঁকা করতে শূন্যে ২ রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। রাস্তা ফাঁকা করতে সেই সময় শূন্যে ২ রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই আতঙ্কে এলাকাবাসী।