Sunday, January 11, 2026

বিশ্বকাপে বড় ধাক্কা ভারতের, ইংল‍্যান্ড ম‍্যাচেও নেই হার্দিক : সূত্র

Date:

Share post:

চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান হার্দিক পান্ডিয়া। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি হার্দিক। বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল ইংল‍্যান্ড ম‍্যাচে দলের সঙ্গে যোগ দেবেন দলের সহ-অধিনায়ক। তবে সূত্রের খবর, ইংল‍্যান্ড ম‍্যাচে কেন,২ নভেম্বর শ্রীলঙ্কা ও ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও পাওয়া যাবে না হার্দিকে।

জানা যাচ্ছে, হার্দিকের গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানেই তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকেরা।হার্দিককে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন,”নীতিন প‍্যাটেলের নেতৃত্বে একটি মেডিক্যাল দল হার্দিকের চোট খতিয়ে দেখছে। প্রথমে যেমন মনে হয়েছিল তার থেকে চোট গুরুতর। দেখে মনে হচ্ছে ওর গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। সারতে অন্তত দু’সপ্তাহ লাগবে।” তিনি জানান হার্দিকের চোট নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিয়ে ওই আধিকারিক আরও বলেন, “পুরো সুস্থ না হলে হার্দিককে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ছাড়া হবে না। ভারতীয় দলের সঙ্গে ক্রমাগত কথা হচ্ছে। চিকিৎসকেরা হার্দিককে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছে। চলতি বিশ্বকাপে ও খেলতে পারবে কি না সেটা আগামী সপ্তাহে বোঝা যাবে। সব দিক খতিয়ে দেখে তবেই কোনও সিদ্ধান্ত নেবে চিকিৎসকেরা। জোর করে কাউকে খেলানো হবে না। যদি হার্দিক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে তবেই ও খেলবে।”

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান হার্দিক। নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক। বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান হার্দিক। শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

আরও পড়ুন:বিশ্বকাপে কীভাবে এল সাফল্য? রহস্য ফাঁস করলেন ভারত অধিনায়ক

 

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...