Thursday, May 15, 2025

বিশ্বকাপে বড় ধাক্কা ভারতের, ইংল‍্যান্ড ম‍্যাচেও নেই হার্দিক : সূত্র

Date:

Share post:

চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান হার্দিক পান্ডিয়া। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি হার্দিক। বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল ইংল‍্যান্ড ম‍্যাচে দলের সঙ্গে যোগ দেবেন দলের সহ-অধিনায়ক। তবে সূত্রের খবর, ইংল‍্যান্ড ম‍্যাচে কেন,২ নভেম্বর শ্রীলঙ্কা ও ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও পাওয়া যাবে না হার্দিকে।

জানা যাচ্ছে, হার্দিকের গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানেই তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকেরা।হার্দিককে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন,”নীতিন প‍্যাটেলের নেতৃত্বে একটি মেডিক্যাল দল হার্দিকের চোট খতিয়ে দেখছে। প্রথমে যেমন মনে হয়েছিল তার থেকে চোট গুরুতর। দেখে মনে হচ্ছে ওর গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। সারতে অন্তত দু’সপ্তাহ লাগবে।” তিনি জানান হার্দিকের চোট নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিয়ে ওই আধিকারিক আরও বলেন, “পুরো সুস্থ না হলে হার্দিককে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ছাড়া হবে না। ভারতীয় দলের সঙ্গে ক্রমাগত কথা হচ্ছে। চিকিৎসকেরা হার্দিককে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছে। চলতি বিশ্বকাপে ও খেলতে পারবে কি না সেটা আগামী সপ্তাহে বোঝা যাবে। সব দিক খতিয়ে দেখে তবেই কোনও সিদ্ধান্ত নেবে চিকিৎসকেরা। জোর করে কাউকে খেলানো হবে না। যদি হার্দিক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে তবেই ও খেলবে।”

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান হার্দিক। নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক। বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান হার্দিক। শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

আরও পড়ুন:বিশ্বকাপে কীভাবে এল সাফল্য? রহস্য ফাঁস করলেন ভারত অধিনায়ক

 

spot_img

Related articles

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পাকিস্তান ভেঙে দু’টুকরো! স্বাধীন বালুচিস্তান ঘোষণা বিদ্রোহী নেতার, কী বার্তা বন্ধু ভারতকে

অপারেশন সিন্দুরে ভারতের হাতে মার খাওয়ায় পর গৃহযুদ্ধে বেসামাল পাকিস্তান। বালুচ-বিদ্রোহী নেতারা এবার সরাসরি স্বাধীন বালুচিস্তান (Balochistan) ঘোষণা...

সুস্থ রয়েছেন রাজ্যপাল, ফিরলেন রাজভবনে

অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার...

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...