পুজোর পাঁচ দিনে পূর্ব মেদিনীপুরে ম.দ বিক্রি হয়েছে ৩১ কোটি টাকার!

এর মধ্যে বিদেশি মদ বিক্রি হয়েছে ৩০,৯১৯.১২ লিটার এবং বিয়ার বিক্রি হয়েছে ৪৪,০৭৯.৮৮ লিটার।

পুজোর ক’দিনে ব্যাপক মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। সূত্র অনুযায়ী, বোধন থেকে বিজয়া দশমী পাঁচ দিনে মদ বিক্রি হয়েছে ৩১ কোটি টাকারও বেশি। এরমধ্যে শুধুমাত্র বিজয়া দশমীর দিনেই সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে বলেই জানা যাচ্ছে।

পুজোর সময় দিঘাতে ছিল মারকাটারি ভিড়। ছুটি উপভোগ করতে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছিলেন ‘আমুদে’ বাঙালি। দিঘা ছাড়াও রয়েছে শঙ্করপুর, মন্দারমণির মতো পর্যটন কেন্দ্র। দশমীর দিন অনেকেই শেষবেলাটুকু সৈকতে উপভোগ করতে আগ্রহী।

পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মদ বিক্রির পরিমাণ ৩১ কোটি ৮ লক্ষ টাকা। আর বিজয়া দশমীতে মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৮৪ লক্ষ ৬ হাজার ৭১ টাকার। সব মিলিয়ে এই বিপুল ব্যবসায় স্বাভাবিকভাবেই খুশি জেলায় আবগারি দফতরের আধিকারিকরা।

আবগারি দফতরের হিসাব অনুযায়ী, শুধু ষষ্ঠীতেই মদ বিক্রি হয়েছে পাঁচ কোটি ১১ লক্ষ ৫ হাজার ২৫৭। এর মধ্যে বিদেশি মদ বিক্রি হয়েছে ৩০,৯১৯.১২ লিটার এবং বিয়ার বিক্রি হয়েছে ৪৪,০৭৯.৮৮ লিটার।

সপ্তমীতে পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে হয়েছে ৬ কোটি ৩৪ লক্ষ ৭১ হাজার ৬১০। অষ্টমীতেও চাহিদা ছিল তুঙ্গে। এদিন জেলায় মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৪২ লক্ষ ২৮ হাজার ৭৪৪ টাকার।
এদিকে নবমীকে টেক্কা দিয়েছে দশমীর বিক্রি। এদিন পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৮৪ লক্ষ ৬ হাজার ৭১টাকার।