এশিয়ান গেমসের পর, এশিয়ান প্যারা গেমসেও পদকের সেঞ্চুরি ভারতের। এশিয়ান প্যারা গেমসে এখনও ১১১টি পদক জিতেছেন ভারতীয়রা। যা ছাপিয়ে গিয়েছে এশিয়ান গেমসকেও। ২০২৩ এশিয়ান গেমসে ২৮টি সোনা-সহ ১০৭টি পদক জিতেছিল ইন্ডিয়া।

প্যারা এশিয়ান গেমসে এখনও পযর্ন্ত এটাই ভারতের সেরা সাফল্য। ২০১৮ সালের জাকার্তা গেমসে ১৫টি সোনা-সহ ৭২টি পদক জিতেছিল ভারত। সেটাই ছিল এতদিন পর্যন্ত ভারতের সেরা সাফল্য। ২০২৩ প্যারা এশিয়ানে ভারতের এই সাফল্যে অ্যাথলিটদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ টুইট করে তিনি লেখেন, “প্যারা এশিয়ান গেমসে ১০০টি পদক! অতুলনীয় আনন্দের মুহূর্ত। এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল। এই অসাধারণ মাইলফলক আমাদের হৃদয়কে অপরিসীম গর্বে পূর্ণ করে। আমি আমাদের অবিশ্বাস্য ক্রীড়াবিদ, কোচ এবং তাদের সঙ্গে কাজ করা প্রত্যেককেই গভীর কৃতজ্ঞতা জানাই। এই জয় আমাদের সকলকে অনুপ্রাণিত করে। তারা এমনভাবে নিজেদের সেরাটা দেয়, যে এটা বোঝা গিয়েছে, কোনও কিছুই অসম্ভব নয়। ভারতীয় অ্যাথলিটদের এই পারফরম্যান্সে গোটা দেশ খুশি।”

100 MEDALS at the Asian Para Games! A moment of unparalleled joy. This success is a result of the sheer talent, hard work, and determination of our athletes.
This remarkable milestone fills our hearts with immense pride. I extend my deepest appreciation and gratitude to our… pic.twitter.com/UYQD0F9veM
— Narendra Modi (@narendramodi) October 28, 2023
আরও পড়ুন:সেমিফাইনালের রাস্তা কঠিন, দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হেরে কী বললেন পাক অধিনায়ক?
