Friday, August 22, 2025

বাড়তি সময় নয়, মহুয়াকে ২ নভেম্বর হাজিরার নির্দেশ এথিক্স কমিটির

Date:

Share post:

চিঠি লিখে ৫ নভেম্বর অবধি সময় চাইলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এতদিন সময় দিতে নারাজ লোকসভার এথিক্স কমিটি। সংসদের স্বাধিকার ভঙ্গের অভিযোগে কৃষ্ণনগরের সাংসদকে ২ নভেম্বরের মধ্যে হাজিরা দিতে বলল কমিটি। সবমিলিয়ে মহুয়ার অপারগতার কথা শুনতে চাইল না লোকসভার কমিটি।

মহুয়ার বিরুদ্ধে প্রধান দুই অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহদরাইকে তলব করে বৃহস্পতিবার তাঁদের বয়ান নথিভুক্ত করেছে এথিক্স কমিটি। এরপরই ৩১ অক্টোবর তলব করা হয়েছিল মহুয়াকে। যদিও নিজের সমস্যার কথা জানিয়ে এথিক্স কমিটিকে চিঠি লিখে মহুয়া জানান, ৩১ অক্টোবর তিনি হাজিরা দিতে পারবেন না। নভেম্বরের ৫ তারিখের পর যেকোনো দিন তাঁকে ডাকা হোক। তিনি যেতে প্রস্তত। তবে মহুয়ার চিঠির পাল্টা শনিবার মহুয়াকে চিঠি লিখে লোকসভার এথিক্স কমিটি জানিয়ে দিয়েছে, ২ নভেম্বর বা তার মধ্যেই হাজিরা দিতে হবে। এর পর আর সময় দেওয়া যাবে না।

উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই কারণেই প্রথমে নিশিকান্ত দুবেকে এথিক্স কমিটি ডেকে তাঁর অভিযোগের কথা শোনে। তার পর এবার মহুয়া মৈত্রকে তলব করা হয়েছে। শুধু তাই নয়, অভিযুক্ত সাংসদের বিদেশযাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে চাওয়া হয়েছে কমিটির তরফে। পাশাপাশি, মহুয়াকে ‘ঘুষ’ দেওয়ায় অভিযুক্ত দুবাইবাসী ভারতীয় শিল্পপতি দর্শন হীরানন্দানির বিভিন্ন দেশে যাত্রার তথ্যও চেয়েছে এথিক্স কমিটি। পাশাপাশি, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে, জানতে চাওয়া হয়েছে, কোন কোন তারিখে কোন কোন জায়গা থেকে মহুয়ার সংসদের অ্যাকাউন্টে লগ-ইন করা হয়েছিল।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...