Saturday, November 29, 2025

“শামি ভালো খেললে আমারই মঙ্গল”: ফের বি.স্ফোরক হাসিন জাহান

Date:

Share post:

সম্প্রতি বিবাহবিচ্ছেদের (Divorce) মামলা ঠুকেছেন। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে দূরত্ব। এবার বেফাঁস মন্তব্য করে ফের সংবাদ শিরোনামে হাসিন জাহান (Haseen Jahan)। তিনি সাফ জানান, “শামি (Md Shami) যত ভাল খেলবে, যত টাকা আয় করবে, আমার তত ভাল। আদালত আমার এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।” রবিবার লখনউয়ের মাটিতে বল হাতে ইংল্যান্ড ব্যাটারদের তখন রীতিমতো নাস্তানাবুদ করছেন শামি। আর সেইসময় দিল্লিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত হাসিন। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শামির খেলা নিয়ে নয়, তাঁর মোটা টাকা উপার্জন নিয়েই সরব হলেন হাসিন জাহান।

বিশ্বকাপের আগেই আদালতে যেতে হয় মহম্মদ শামিকে। বধূ নির্যাতনের মামলায় প্রথম বার আদালতে হাজিরা দিতে হয়েছিল তাঁকে। এরপর বিচারক শামিকে জামিন দেন। তবে বিশ্বকাপে ভারতীয় পেসারের পারফরম্যান্স নিয়ে লাফালাফি না করলেও শামি ভালো খেলায় খুশি হাসিন। হাসিন বলেন, ক্রিকেট নিয়ে তেমন কোনও উৎসাহ নেই। শামির সঙ্গে সম্পর্ক থাকলেও তিনি ইডেনে গিয়েছেন মাত্র এক বার। হাসিন বলেন, ক্রিকেট আমার খুব একটা পছন্দ নয়। খেলা দেখি না। তবে বিদেশে খেলা থাকলে শামি তাঁকে নিয়ে যেতেন না বলেও অভিযোগ করে হাসিন বলেন, আমি শামির সঙ্গে বিদেশে যেতে চাইতাম। কিন্তু ও আমাকে নিয়ে যেত না। উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুন শামি হাসিনকে বিয়ে করেন। তবে বর্তমানে সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। এদিকে শামি নিজের মেয়ের দিকেও নজর দেন না বলে অভিযোগ তুলেছেন হাসিন। তাঁর অভিযোগ, কত করে বলছি মেয়েকে একটা ভাল স্কুলে ভর্তি করতে। ওর সে দিকে কোনও নজর নেই। ও শুধুমাত্র নিজের জন্যই ক্রিকেট খেলে।

যদিও এ সব থেকে এখন অনেক দূরে মহম্মদ শামি। তাঁর পারফরম্যান্স বিপক্ষ দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। তবে হাসিন ক্রিকেটার শামির সঙ্গে মানুষ শামিকে গুলিয়ে ফেলতে একেবারেই রাজি নন। হাসিন বলেন, ক্রিকেটার শামি আর মানুষ শামিকে গুলিয়ে ফেললে চলবে না। ও ভাল ক্রিকেটার হতে পারে। তবে মানুষ শামির বিরুদ্ধে আমার লড়াই।

 

 

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...