Sunday, November 9, 2025

সিঙ্গুর মা.মলায় আইনি পথে হাঁটবে রাজ্য, খবর নবান্ন সূত্রে 

Date:

Share post:

সিঙ্গুর মামলায় (Singur Case) সোমবার তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালের (Arbitral Tribunal) দেওয়া নির্দেশের বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। রায়ের কপি হাতে পাওয়ার পরই আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন মুখ্য সচিব (CS)। এরপরই বিষয়টি নিয়ে হাইকোর্টে (Calcutta High court) যাওয়ার কথা ভাবছে রাজ্য বলেই নবান্ন (Nabanna)সূত্রে খবর। বিজেপি এবং বামেদের তরফে ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হলেও তৃণমূলের তরফে এর স্পষ্ট বিরোধিতা করে বলা হয় যে, বাম সরকারের আমলে কৃষকদের মুখের ভাত কেড়ে নিয়ে তিন ফসলা জমি অন্যায় ভাবে শিল্প গোষ্ঠীকে দেওয়ার যে চক্রান্ত করা হয়েছিল তারই বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে বিজেপি ও বাম যৌথভাবে বাংলার কৃষি কাজকে ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের (TMC) তরফে।

সিঙ্গুর অধিগ্রহণ মামলায় ২০১৬ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, সিঙ্গুরে তৎকালীন রাজ্য সরকারের জমি অধিগ্রহণ বেআইনি ছিল। দীর্ঘদিন ধরে তিন সদস্যর বেঞ্চে এই মামলা চলছিল। টাটা মোটরস লিমিটেড এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম (West Bengal Industrial Developement Corporation) ছিল দুটি পক্ষ। সোমবার আরবিট্রাল ট্রাইব্যুনাল রাজ্যকে নির্দেশ দেয়, টাটা গোষ্ঠীকে ৭৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে WBIDCকে। একই সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে থেকে যতক্ষণ না ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেই পর্যন্ত ১১ শতাংশ হারে সুদও দিতে হবে রাজ্যকে। মামলার খরচ বাবদ জমা দিতে হবে আরও ১ কোটি টাকা। এই রায়ের বিরোধিতা করে এবার হাইকোর্টে যাচ্ছে রাজ্য।

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...