‘যাঁরা যোগ্য ভোটার লিস্টে তাঁদের নাম তুলতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। রাতের অন্ধকারে চক্রান্ত করে কারও নাম বাদ দেওয়া যাবে না তালিকা থেকে। ভোটার তালিকার খসরা প্রকাশ নিয়ে সর্বদলীয় বৈঠকের পর এমনটাই জানালেন অরূপ বিশ্বাস।

অনেক রাজ্যে এমন হচ্ছে বলে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।বুধবার সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে এই আশঙ্কার কথা বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তার আগে বৈঠকে বিজেপির তরফ থেকে মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয় নির্বাচন কমিশনকে। তারপরই সন্দেহ প্রকাশ করে তৃণমূল।

এদিন সব রাজনৈতিক দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন। সংশোধিত ভোটার তালিকা নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন, ‘যাঁরা যোগ্য, তাঁদের নাম ভোটার লিস্টে তুলতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। রাতের অন্ধকারে চক্রান্ত করে কারও নাম বাদ দেওয়া যাবে না তালিকা থেকে।’ ভোটার তালিকার খসড়া প্রকাশ নিয়ে সর্বদলীয় বৈঠকের পরই বিষয়টি নিয়ে সরব হন তিনি।
