বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Binayak Bandopadhyay) মা নির্মলাদেবী। গতকাল তাঁকে দেখতে বেসরকারি হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ কিছুক্ষণ আগেই মায়ের কাছে পৌঁছেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। বিমানবন্দর থেকে সোজা বেসরকারি হাসপাতালে পৌঁছে যান তিনি। সেখানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনরা (Arup Biswas, Indranil Sen)আগে থেকেই উপস্থিত ছিলেন। চিকিৎসকরা জানাচ্ছেন নির্মলা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত সংকটজনক।

পারিবারিক সূত্রে খবর বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন নির্মলা দেবী। তিনি পালমোনারি সমস্যায় ভুগছেন। কিছুদিন আগে বাড়িতে পড়ে গিয়েছিলেন, তখন থেকেই চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু পরশুদিন পড়ে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত তাঁর জ্ঞান আসেনি। মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসকের।
